অন্যায়কারী আর প্রত্যাবর্তনকারী।

অন্যায়কারী আর প্রত্যাবর্তনকারী। . বান্দা হিসেবে মালিকের কাছে আমরা জাস্ট এই দুই দলেই বিভক্ত। . অন্যায়, গুনাহ, অবাধ্যতার পরেও বুঝে নিয়ে অনুতপ্ত হয়ে, কেঁদে, মাফ চেয়ে আল্লাহর কাছে ফিরে না আসাটা হচ্ছে আরও বড় অন্যায়, বড় গুনাহ আর বড় অবাধ্যতা। . মনে রাখি, আমরা সবাই-ই অন্যায়কারী, গুনাহগার। এই গুনাহগার আমাদের মাঝে শুধু প্রত্যাবর্তনকারীরাই আল্লাহর সন্তুষ্টির কারণ হবো, তাঁর পূর্ণ ক্ষমা আর বেহিসাব পুরষ্কারপ্রাপ্ত হবো। ইন শা আল্লাহ। . তবুও কি ফিরবো না? #তোয়াহা_আকবার ভাই

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *