: জাগো গো ভগিনী। – জেগেই আছি। . : এই জাগা নয়। তোমার হাসব্যান্ড যে তোমায় জব করতে দিচ্ছে না তাই এ কু-বন্ধন ছেড়ে জাগো। – আমার হাসব্যান্ড নয়। জব না করার সিদ্ধান্ত আমার। সারাদিন অফিস করে আবার ঘরের এতো এতো কাজ করার ধৈর্য আমার নেই। আর আমার হাসব্যান্ড আর আমি ভালোই আছি। কুপরামর্শ দিতে এসো না, ভগিনী। . : তাই বলে এতো পড়াশোনা কি সব জলে ফেলবে? – জলে ফেলবো কেন? পড়াশোনা করেছি বলেই তো এভাবে চিন্তা করতে পারছি। “পুরুষবিদ্বেষী হওয়ার উপায়: ১০১” নামক কোর্স তো আমার ছিলো না। তাই তোমার মতো ভাবতে পারছিনা। দু:খিত। . : ভালোটা ধরিয়ে দিলাম। বুঝলেনা। অতি হুজুর হয়ে তুমি কেমন হয়ে গেছো! হিজাব তো আমিও পরি। আমি কি সব করছিনা? হিজাব পরেও… – থামো থামো। আমার উদ্দেশ্য হিজাব পরে সব করা না। আল্লাহর হুকুম পালন করা আমার উদ্দেশ্য। আল্লাহ পর্দা করতে বলেছেন। যেভাবে বলেছেন সেভাবেই করতে চাই। আল্লাহ মুর্খ নারীদের মতো নিজের প্রদর্শনী করতে বলেননি। হিজাব পরে ভলিবল খেলতে বলেননি। . : নিজের ভালোটা… – আসসালামু ‘আলাইকুম