ফজর নিয়ে বিড়ম্বনা কম-বেশি সবাই অনুভব করেন। দিনের বাকি ওয়াক্তের সালাতগুলো আদায় করা হলেও ফজর মিস হওয়ার সম্ভাবনায় ভোগেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারীদের মধ্যেও মাঝে মাঝে ফজর মিস হয়ে যায়। আজ শেয়ার করবো পরিক্ষিত কিছু পদ্ধতি যাতে আমাদের ফজর কাযা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। . ● শুরুতেই পার্টনার নির্বাচন করুন। দুই-তিনজন মিলে গ্রুপ করে নিতে পারেন। যারা প্রতিনিয়ত আপনার মতোই ফজর আদায় করতে চান। ফজর আদায় করেন এমন কারো সাহচর্য পেলে উত্তম। সঙ্গী নির্বাচনের কারণ এটাই যে আপনি নিজে ফজরে না উঠতে পারলেও যেন আপনার পার্টনার আপনাকে ডেকে দিতে পারেন। (বিঃদ্রঃ নিজের কোন বন্ধু-বান্ধব নিয়ে শুরু করতে পারেন। সঙ্গী হিসেবে মেয়ে+মেয়ে, অথবা ছেলে+ছেলে গ্রুপ করবেন। মেয়ে+ছেলের গ্রুপ বর্জনীয়। এক্ষেত্রে ফিতনা ছড়ানোর প্রবল আশঙ্কা থাকে।) . ● রাতে ১১টার মধ্যে সকল কাজ শেষ করে ঘুমাতে যাবেন। নিয়ত থাকবে একটাই যে ফজর মিস করা যাবে না। ইশার সালাতের পরে আড্ডা কম দিবেন। ফোন ব্যবহার থেকে দূরে রাখবেন। . ● সূরা মুলক, সূরা বাকারা-এর শেষ দুই আয়াত, আয়াতুল কুরসি, ঘুমের দুআ পড়ার চেষ্টা করবেন। বেশি কষ্ট হলে সূরা বাকারা-এর শেষ দুই আয়াত ও আয়াতুল কুরসি পড়তে পারেন। এরপর খালেস নিয়তে মহান রাব্বুল আলামীনের কাছে নিজের ভাষায় দুআ চাইবেন। মহান রাব্বুল আলামীন যেন আপনার জন্য ফজরকে সহজ করে দেন। (দুআ করার বিশেষত্ব হচ্ছে, দুআ কখনোই মিস হয় না। মহান রাব্বুল আলামীন সকল দুআ কবুল করেন।) . ● এলার্ম সেট করুন। এখন ৫.১০ এ এলার্ম সেট করবেন। আমি এলার্ম হিসেবে আযান এর অডিও ক্লিপ পছন্দ করি। ফোন দূরে রাখবেন, বিছানায় নিয়ে ঘুমাবেন না। তাহলে অধিকাংশ সময় ঘুমের মাঝেই এলার্ম কেটে দেওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো থেকে বিরত থাকতে বিছানার থেকে একটু দূরে ফুল ভলিউম সাউন্ড এ এলার্ম দিয়ে ঘুমাবেন। . ● উপর্যুক্ত কাজগুলো ছিল আপনার একার জন্য। এবার সঙ্গীর প্রয়োজনীয়তা তুলে ধরি। যেই দিন আপনি উঠতে পারবেন না সেইদিন আপনার বন্ধু আপনাকে ফোন করে তুলে দিবেন। সেক্ষেত্রে ঘুম থেকে উঠেই নিজেরা ম্যাসেঞ্জার গ্রুপে নিজেদের সঙ্গে সালাম বিনিময় করবেন। এতে বোঝা যাবে যে আপনি/সে উঠেছে কিনা। বন্ধুর সালাম না পেলেই তাকে ফোন করে তুলে দিবেন। . এভাবে পর্যায়ক্রমে ১-২মাস নিয়মিত নিজেরা উঠতে পারবেন। এরপর থেকে বিরতি নিতে পারেন যদি আপনার মনে হয় আমার আমল প্রকাশ হয়ে গেলো কিনা। এই পদ্ধতিটুকু কেবলমাত্র অভ্যাস গড়ার জন্য। মনে রাখবেন এটা (বন্ধুদের সাহচর্য) বাদ দিবেন তখনই যখন আপনি ফজরে নিয়মিত হবেন। . [বিঃদ্রঃ আপনার পার্টনার নির্বাচনের দ্বায়িত্ব আপনারই। আমি আপাতত বর্তমানে কারোই পার্টনার হতে পারছি না। বোনেরা আপনারা আপনাদের পছন্দের বোনদেরকে বাছাই করে নিন। ভাইয়েরা পছন্দের ভিত্তিতে ভাইদের সঙ্গেই যোগাযোগ করুন।] ▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂ . লেখাঃ আলিজা বিনতে কাদের (আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন!)