রাসূল সাঃ এর নামাজ – অধ্যায় ১ (ইস্তিঞ্জা) [লাইভ-০১]
এ আলোচ্য হাদিস এবং মাসআলাঃ
নামাযের পূর্বে ইস্তিঞ্জার প্রয়ােজন থাকলে সেরে নেয়া,
ইস্তিঞ্জা আড়লে করা,
আয়াত বা আল্লাহর নাম লিখিত বস্তু নিয়ে ইস্তিঞ্জায় না যাওয়া,
কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে কোথাও ইস্তিঞ্জা না করা,
মাথা ঢেকে ইস্তিঞ্জায় যাওয়া,
ইস্তিঞ্জাখানায় প্রবেশের পূর্বে দুআ পড়া,
জমিনের নিকটবর্তী হয়ে সতর খােলা,
ঢেলা-কুলুখ দ্বারা পেশাব থেকে পবিত্র হওয়া,
বড় ইস্তিঞ্জার পরে কুলুখ ব্যবহার করা,
কুলুখ বেজোড় ব্যবহার করা উত্তম,
কুলুখ ব্যবহারের পরে পানি ব্যবহার করা,
ডান হাতে পানি ব্যবহার এবং লজ্জাস্থান স্পর্শ না করা,
গােবর, কয়লা, হাড্ডি বা নাপাক জিনিস দ্বারা কুলুখ না করা,
ইস্তিঞ্জা শেষে মাটি বা সাবান দিয়ে ভালােভাবে হাত ধুয়া,
ইস্তিঞ্জা শেষে দুআ পড়া,
ইস্তিঞ্জার সময় সালাম-কালাম থেকে বিরত থাকা,
চলাচলের পথে বা বিশ্রামের ছায়ায় ইস্তিঞ্জা না করা,
ব্যবহার্য আবদ্ধ পানিতে পেশাব না করা,
গােসলখানায় পেশাব না করা,
ইস্তিঞ্জয় বাম পা দিয়ে প্রবেশ করা ও ডান পা দিয়ে বের হওয়া,
ইস্তিঞ্জার আরাে কিছু আদব