পশ্চিমের মোডারেট বক্তাগন!

এক বান্দার সাথে কথপোকথন! টপিকঃ পশ্চিমের মোডারেট বক্তাগন!
.
আমিঃ পশ্চিমের অমুক অমুক বক্তা থাকতে মুসলিমদের ধ্বংস করার জন্য কাফিরদের প্রয়োজন নেই!
.
ঐ বান্দাঃ কেন? তাদের সমস্যা কী?
.
আমিঃ তারা শারী’আতের বহু বিধান বিকৃত করে উপস্থাপন করে, ইসলামের একটি সো-সুইট ভার্সন তারা তৈরি করে নিয়েছে, যা মূলত ইসলাম নয়!
.
ঐ বান্দাঃ কোথায়? আমি তো অমুক অমুক কে এত এত বছর যাবত শুনে আসছি, আমি তো কোনো ভুল দেখিনা! আপনার মতো মানুষেরা অকারনেই তাদের সমালোচনা করেন, তাদের হিংসা করেন!
.
আমিঃ অকারনে সমালোচনা করিনা, বরং আপনাদের সতর্ক করার জন্যই সমালোচনা করি।
.
ঐ বান্দাঃ সমালোচনা ছাড়া আর কিই বা করতে পেরেছেন?
.
আমিঃ না কিছুই করতে পারিনি, ব্যার্থ জীবন! তো আপনিই বলুন, আমি কীভাবে দ্বীনের খেদমত করতে পারি!
.
ঐ বান্দাঃ আমি কীভাবে বলবো? আপনারা আলিম মানুষ, আপনারা এসব বুঝবেন, আমি তো সাধারণ মানুষ!
.
আমিঃ আব আয়্যা উট পাহাড় কে নিচে! (এখন আসলো উট পাহাড়ের নীচে!)

আপনি এটা বুঝেন না, জানেন না, যে কীভাবে খেদমত করা উচিত, অথচ আপনি বলছেন, তাদের লেকচার শুনে ভুল পাননি?!

আপনি তাদের বিকৃতি তখন ধরতে পারবেন যখন আপনার সেই পর্যায়ের অধ্যয়ন ও ইলম থাকবে, অন্যথায় কীভাবে বুঝবেন?!

যে ব্যক্তি নিউটনের গতি সূত্র কখনো বিশুদ্ধভাবে জানেনি, তার সামনে সে সূত্রগুলো বিকৃতভাবে উপস্থাপন করলে কী সে ধরতে পারবে?! কখনোই না! আপনার অবস্থাও অনুরূপ!

UstadMainuddin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *