লেনিনের জন্মদিন আজ।
বলশেভিক বিপ্লবের মহান নেতা! মার্কসবাদী রুশ বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ। বামপাড়ায় এই করোনার মধ্যেও লেনিনের জন্মদিন নিয়ে উচ্ছ্বাস চলছে।
.
নাস্তিক কমিউনিস্টরা বিল্পব বিপ্লব বলে হাইপ তোলে, অদ্ভুত এক রোমান্টিসিজমে ভোগায় তরুণ যুবকদের, চে গুয়েভরা ক্যাপ আর টিশার্ট পরে শাহবাগে ঘোরাফেরা করে কমিউনিজমের মাদক গেলা তরুণ, যুবকের দল। আমাদের দেশের অধিকাংশ বুদ্ধিজীবি, মিডিয়াকর্মীরা কমিউনিজমের ব্র্যান্ড এম্বাসাডর। ছলেবলেকৌশলে এরা কমিউনিজম প্রমোট করে। কিন্তু মার্কস লেলিনের এই কমিউনিজ কী দিয়েছে বিশ্বকে?
.
বিপ্লবের নামে গতো ১০০ বছরে প্রায় ১২০ মিলিয়ন মানুষ মেরেছে এই কমিউনিস্টরা। চিন্তা করতে পারেন? ১২ কোটির কাছাকাছি! কেবল চায়নাতেই মেরেছে ৮ কোটি ২০ লাখ। রাশিয়াতে মেরেছে ২ কোটি ১০ লাখ। উত্তর কোরিয়ায় মেরেছে ৪৬ লাখ, ভিয়েতনামে ৩৮ লাখ, কম্বোডিয়ায় ২৪ লাখ, আফগানিস্থানে ১৫ লাখ। আরো অন্যান্য অনেক দেশে অনেক মানুষ মেরেছে। অবস্থার ভয়াবহতা বোঝানোর জন্য একটা সম্পুরক তথ্য দেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মানুষের সংখ্যা ছিলো ৫ থেকে ৮ কোটির মতো। হিটলারের চাইতে অনেক অনেকগুন বেশী মানুষ মেরেছে চায়নার ‘কমিউনিস্ট গুরু’ ‘মাও যেদং’ একাই।
.
নাস্তিক কমিউনিস্টরা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, গুলি করে মেরেছে গর্ভবতী নারী,বৃদ্ধ বাবা মা’ কে কারণ তারা শ্রম দিতে পারেনা। কমিউনিস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ্য সহযোগিতায় রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে বাসার আল আসাদ সিরিয়ায়। পূর্ব তুর্কিস্থানের মুসলিমদের ওপর জাহান্নাম নামিয়ে এনেছে।
.
চায়নার কমিউনিস্ট প্রেসিডেন্ট মাও যেদং The Great Leap Forward নামে পাঁচ বছর ব্যাপী এক পরিকল্পনা করলো চায়নাকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করার। সেই সাথে চায়নাকে একটা আদর্শ কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠত করার। এই ক্যাম্পেইনের মাধ্যমে চায়না কমিউনিস্ট সরকার, কৃষি জমিতে ব্যক্তিমালিকানা কেড়ে নিয়ে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেয়। অসংখ্য কৃষককে বাধ্য করা হয় নিজেদের জায়গা জমি ছেড়ে স্টিল এবং আয়রন উৎপাদন করা হয় এমন ফ্যাক্টরিতে কাজ করতে। কমিউনিস্ট পার্টির এই সিদ্ধান্তে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে চায়নাতে। বলা হয় মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় বিপর্যয়।
.
১৯৫৯ সালে চায়না জুড়ে শুরু হয় ভয়াবহ এক দুর্ভিক্ষ। ইতিহাসে গ্রেইট চাইনিজ ফ্যামিন নামে যা পরিচিত। ১৯৬১ সাল পর্যন্ত চলে এই দুর্ভিক্ষ। সরকারি হিসেবে বলা হয় ১৫ মিলিয়ন লোক মারা গিয়েছে এই দুর্ভিক্ষের কারণে। কিন্তু এক্সপার্টরা বলেন এই সংখ্যা অনেক বেশী। ৪৫ মিলিয়নের মতো। ৪৫ মিলিয়ন মানুষ মানে হলো ৪ কোটি পঞ্চাশ লাখ মানুষ। এর মধ্যে ২০ থেকে ৩০ লাখ লোককে কেবল রাষ্ট্রীয়ভাবে পিটিয়ে মারা হয়। ঠিকমতো কাজ করছেনা এই অভিযোগ তুলে গাছে ঝুলিয়ে পিটিয়ে মারা হয় হতভাগ্য মানুষদের, অনেককে হাত পা বেঁধে পুকুরে ছূড়ে ফেলে পানিতে ডুবিয়ে মারা হয়। সবচেয়ে ছোটো (খুবই তুচ্ছ) অপরাধের শাস্তি ছিলো অপরাধীর শরীর থেকে অঙ্গ কেটে নেওয়া বা মল মূত্র খেতে বাধ্য করা।
.
Wang Ziyou নামের এক লোকের কাহিনী শোনেন।চাইনিজ কমিউনিস্টরা এই লোকের কান কেটে দেয়, লোহার তার দিয়ে পা বেঁধে ফেলে তারপর ১০ কেজি ওজনের পাথর ওপর থেকে ফেলে তার পিঠের ওপর। আর তারপর উত্তপ্ত লোহা চেপে ধরা হয় তার পিঠে, মার্কা মেরে দেওয়া হয়। এই লোকের অপরাধ কী ছিলো জানেন? মাটি খুঁড়ে একটা আলু বের করা!
.
এক বাবাকে বাধ্য করা হয় তার ছেলেকে জীবন্ত মাটিতে পুতে ফেলতে। ঐ ছেলেটার দোষ ছিলো সে এক মুঠো শস্য চুরি করেছিলো ।
.
হেনান প্রদেশের শস্যদানার গোডাউনের দরজায় দরজায় পড়ে থাকতে দেখা যায় কৃষকের হাড় জিরজিরে লাশ। মরার আগে তারা দুর্বল গলায় চিৎকার করতে থাকে, হে কমিউনিস্ট পার্টি, হে চেয়ারম্যান মাও, আমাদের বাঁচান।হেনান আর হেবেই এর গোডাউন খুলে দিলেই কেউ না খেয়ে মরতো না। কিন্তু এতো নির্মম, ধুঁকে ধুঁকে মৃত্যুর মিছিল দেখেও মন গলেনি কমিউনিস্ট পার্টির।
.
এই হলো কমিউনিজমের আসল চরিত্র। এটাই এদের বিপ্লবের আসল চেহারা।
.
শুভ জন্মদিন, লেনিন ?
.
রেফারেন্সঃ
[১]Who Killed More: Hitler, Stalin, or Mao?- https://tinyurl.com/wce7xp4
[২]Source List and Detailed Death Tolls for the Primary Megadeaths of the Twentieth Century- http://necrometrics.com/20c5m.htm
[৩]CURRENTLY THERE ARE MORE THAN 120 MILLION DEATHS CAUSED BY THAT [৪]IDEOLOGY- https://tinyurl.com/uz4bhwe
[৫]100 Years of Communism—and 100 Million Dead- https://tinyurl.com/y7837ysh
[৬]”A hunger for the truth: A new book, banned on the mainland, is becoming the definitive account of the Great Famine.” Archived 10 February 2012 at the Wayback Machine, 7 July 2008 of content from Yang Jisheng, 墓碑 --中國六十年代大饑荒紀實 (Mu Bei – Zhong Guo Liu Shi Nian Dai Da Ji Huang Ji Shi), Hong Kong: Cosmos Books (Tian Di Tu Shu), 2008, ISBN 9789882119093 (in Chinese)
[৭] The Worst Man-Made Catastrophe, Ever- https://tinyurl.com/sbtbtzw
[৮]Mao’s Great Leap to Famine- https://tinyurl.com/y9k4g8dr (লিখেছেনঃ এনামুল হোসেন)