আজকাল কোনো মজলিসে দ্বীনের কথা যখন শুনি, আমাদের মনে হয়—ইশ! আমার ভাইয়ের আজকে এখানে থাকা উচিৎ ছিল! আহ! আমার বাবা যদি এই খুতবাটা শুনতে পেতেন! তার জন্য এটা খুব দরকার ছিল। খালি অন্যের কথা মাথায় আসে, নিজের কথা কেউ ভাবে না। এটা হলো রোগাক্রান্ত অন্তরের বড় একটা লক্ষণ। কারণ আল্লাহ্ যদি চাইতেন তারা এটা শুনুক, তিনি তাদের এখানে নিয়ে আসতেন। কিন্তু তিনি আপনাকে এনেছেন, কারণ রোগ আপনার অন্তরে।
এপিটাফ (Mohammad Hoblos এর লেকচার অবলম্বনে)