অাসসালামু অালাইকুম ওরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হারাম খেলে তো ৪০ দিন ইবাদত কবুল হয় না। এখন অামার প্রশ্ন হলো তাওবা করার পর ও কি ৪০ দিন অবদি ইবাদত কবুল হবে না? নাকি তাওবা করলে ওইদিন থেকে ইবাদত কবুল হবে?
বিইসমিহি তা’আলা…
ইবাদাত কবুল হবে না কথাটা ব্যাখ্যাসাপেক্ষ।
কবুল দুই ধরনের।
১/قبول الإثابة
অর্থাৎ, সঠিক নিয়মে ইবাদাতটি পালন করার পর তার দায়িত্ব আদায় হয়ে যাওয়া এবং তার পুরস্কার হিসেবে প্রাপ্ত সোওয়াব বা নেকিও লাভ হওয়া।
২/قبول الإصابة
অর্থাৎ, ইবাদাতের দায়িত্ব আদায় হয়ে যাওয়া কিন্তু নির্ধারিত সোওয়াব বা নেকি না লাভ হওয়া।
এখানে হারাম খাবার গ্রহণের পর ইবাদাত কবুল হবে না বলতে কবুলিয়্যাতের প্রথম প্রকারকে বোঝানো হয়েছে। অর্থাৎ দায়িত্ব আদায় হয়ে যাবে বটে, কিন্তু নির্ধারিত সোওয়াব লাভ হবে না।
তবে হ্যাঁ, খালিস দিলে তাওবাহ করা হলে শিরক ছাড়া সকল গুনাহ মাফ করার অঙ্গীকার করেছেন আল্লাহ তায়ালা। সেক্ষেত্রে তাওবাহ করার পর আশা করা যায় ইবাদাত কবুল হবে এবং তার নির্ধারিত সোওয়াবও মিলবে।