আল মওসুয়াতুল হাদিসিয়্যাতি লি মারওয়াতিল ইমামি আবি হানীফা রহ.

আলহামদুলিল্লাহ,

ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর সনদে বর্ণিত হাদিস সমূহ’কে কয়েক খন্ডের এক বিশাল পুস্তিকায় একত্র করা হয়েছে৷

আল মওসুয়াতুল হাদিসিয়্যাতি লি মারওয়াতিল ইমামি আবি হানীফা রাঃ

এই মহান খেদমতটি ভারতের একজন দেওবন্দি আলিম আঞ্জাম দিয়েছেন এবং বৈরুত থেকে প্রকাশিত হয়েছে৷

পুনঃ –
আমার বুঝে আসে না,
কি করে আপাদমস্তক মূর্খরা দাবী করতে পারে যে, আবু হানীফা রাঃ তো মাত্র ৪০ টা হাদিস জানতেন ! আবু হানীফার কাছে সব হাদিস পৌঁছে নাই ! বা আবু হানীফা রাঃ সহিহ/জঈফ নির্ণয় করতেন না !

আজীব এক বাত !
যিনি হাদিসের এতো বিশাল খেদমত ( হিফাজত) করে গিয়েছেন, তিনি নাকি আবার হাদিস জানতেন না!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *