সুবহানাল্লাহ ?
কে ছিলেন ইমামে আজম আবু হানীফা রাহিমাহুল্লাহ ? উনার শায়খদের চিনলেই বুঝা যায়, উনি কেমন ছিলেন। রাহিমাহুল্লাহ !
ইমামে আজম রাঃ এর কয়েকজন শায়খ –
( সবাই প্রসিদ্ধ হাদীস বিশারদ ; সিগার/কিবার তাবেয়ী)
১. ইমাম ইবরাহিম বিন মুনতাসীর
২. ইমাম হাকাম ইবনু উতাইবাহ
৩. ইমাম আবু সাইদ মাওলা ইবনে আব্বাস রাঃ
৪. ইমাম হাসান ইবনু উবায়দুল্লাহ আন-নাখায়ী
৫. ইমাম রাবী’আহ আর-রা’য়ী
৬. ইমাম সাইদ ইবনে মাসরুক
৭. ইমাম ওয়াসলামা বিন কুহাইল
৮. ইমাম সাম্মাক বিন হারব
৯. ইমাম তাউস বিন কায়সান
১০. ইমাম শা’আবী
১১. ইমাম আব্দুর রাহমান বিন হারমুজ
১২. ইমাম আতা বিন আবি রাবাহ
১৩. ইমাম হাম্মাদ বিন ইউসুফ
( রাহিমাহুমুল্লাহু আজমাইন)
‘ হেদায়া ‘ কিতাবের ভূমিকায় ইমাম লাকনৌ রাহিমাহুল্লাহ বলেন – ” ইমামে আজম আবু হানীফা রাঃ এর শিক্ষক সংখ্যা প্রায় চার হাজার রয়েছেন। তন্মধ্যে, ইমাম হাম্মাদ বিন ইউসুফ হচ্ছেন প্রধান। “
উনি কোন কোন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন? ইমাম সিরিজে পড়েছিলাম। এই মূহুর্তে মনে করতে পারছি না
হজরত আনাস ইবনে মালেক
আবদুল্লাহ ইবনে আবী আওফা
সহল ইবনে সা’আদ
আবু তোফায়েল
আবদুল্লাহ ইবনে জুবায়দি
জাবের ইবনে আবদুল্লাহ
এবং ওয়াসেলা ইবনুল আসকা