আট লক্ষাধিক হাদীস ও আছার সম্বলিত দুই শতাধিক হাদীস ও তাখরীজের বিভিন্ন কিতাব, মুসান্নেফগণের নাম ও তাঁদের মৃত্যু সন

আট লক্ষাধিক হাদীস ও আছার সম্বলিত দুই শতাধিক হাদীস ও তাখরীজের বিভিন্ন কিতাব, মুসান্নেফগণের নাম ও তাঁদের মৃত্যু সনঃ


শত শত হাদীসের কিতাবে লক্ষ লক্ষ হাদীস থাকতে কেবল বুখারী-মুসলিমের হাদীস মানাই কি যথেষ্ট??
(খুবই তথ্যবহুল, গুরুত্বপূর্ণ ও উপকারী পোস্ট।একটু সময় নিয়ে পড়লে কাজে লাগবে,/ নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন।)
আমাদের মধ্যে অনেকেই আছেন, বিশেষ করে জেনারেল শিক্ষিত মুসলিম ভাইদের অনেকেই মনে করেন যে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস সমূহ বুখারী ও মুসলিম শরীফেই সব বিদ্যমান রয়েছে। তাই বুখারী ও মুসলিম শরীফের হাদীস সমূহ মানলেই যথেষ্ট হয়ে যাবে। এছাড়া আরো কোন হাদীসগ্রন্থ রয়েছে কিনা বা থাকলে সেগুলোতে কী পরিমাণ হাদীস ও আছার রয়েছে, সেগুলোর কোন মানের? এ সম্পর্কে জানার প্রয়োজনবোধ করেন না। আমি এখানে জেনারেল শিক্ষিত বন্ধুদের দোষ দিব না। বরং যেসকল পণ্ডিত তাদের নিকট সত্য গোপন করছেন এবং সত্য গোপনের উদ্দেশ্য কি তাও এ পোস্টে আলোচনায় আনব না। এখানে শুধু রাসূলুল্লাহ সাঃ, সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণের যে লক্ষ লক্ষ হাদীস-আছার শত শত হাদীস, তাখরীজ ও রিজালের কিতাবে বিদ্যমান রয়েছে তার দিকেই সকলের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেখুন শত শত কিতাবে লক্ষ লক্ষ হাদীস-আছারের পরিসংখ্যান। আমি মোটামুটি যতটুকু সংগ্রহ করতে পেরেছি, তা এখানে উল্লেখ করলাম। এছাড়া আরো অনেক কিতাব রয়েছে, যেগুলোর হিসাব করা সম্ভব হয়নি।
আট লক্ষাধিক হাদীস ও আছার সম্বলিত দুই শতাধিক হাদীস ও তাখরীজের বিভিন্ন কিতাব, মুসান্নেফগণের নাম ও তাঁদের মৃত্যু সনঃ
হাদীসের কিতাবে হাদীস ও আছার সংখ্যা- ৫,২৩,৯৩৮ (পাঁচ লক্ষ তেইশ হাজার নয়শত আটত্রিশটি।)
তাখরীজের কিতাবে হাদীস ও আছার সংখ্যা- ২,৮৪,২২৯ দুই লক্ষ চুরাশি হাজার দুইশত ঊনত্রিশটি।
মোট হাদীস ও আছার সংখ্যা- ৮,০৮,১৬৭ (আট লক্ষ আট হাজার একশত ষাটষট্টিটি।)
(মুসান্নেফগণের ওফাত তথা মৃত্যুসনের ধারাবাহিকতা অনুযায়ী সিরিয়াল করা হয়েছে)
০১. কিতাবুল আসার লি আবি হানিফা, ওফাত-১৫০ হি. রেওয়ায়াতু আবি ইউসুফ, ওফাত-১৮২ হি., হাদীস সংখ্যা-১০৫৯
০২. কিতাবুল আসার লি আবি হানিফা, ওফাত-১৫০ হি. রেওয়ায়াতু মুহাম্মদ ইবনিল হাসান, ওফাত-১৮৯ হি. হাদীস সংখ্যা- ৯১৩
০৩. জা’মে মা’মার ইবনে রাশেদ, ওফাত-১৫৩ হি. হাদীস সংখ্যা-২১০৩৩
০৪. আল মানাসিক লি ইবনে আবি আরুবা, ওফাত-১৫৬ হি. হাদীস সংখ্যা-১৩০
০৫. আল মাসাহেফ লি ইবনে আবি দাউদ, ওফাত-১৫৯ হি., হাদীস সংখ্যা-৭০১
০৬. হাদীসু সুফিয়ান আস সাওরী, ওফাত-১৬১ হি., হাদীস সংখ্যা-৩২১
০৭. মাশীখাতু ইবনে তুহমান, ওফাত-১৬৮ হি., হাদীস সংখ্যা-২০৬
০৮. মুয়াত্তা ইমাম মালেক/মুহাম্মদ ইবনে হাসানের রেওয়ায়াত, ওফাত-১৭৯ হি. হাদীস- ১০০৮
০৯. মুয়াত্তা ইমাম মালেক/ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আল আন্দালুসীর রেওয়ায়াত, হাদীস- ১৮২৩
১০. আয যুহুদু ওরাকায়েক লি ইবনুল মুবারক, ওফাত-১৮১ হি., হাদীস সংখ্যা-১৬২৭
১১. আল জিহাদ লি ইবনুল মুবারক, ওফাত-১৮১ হি., হাদীস সংখ্যা-২৬২
১২. আদ দুআ লি মুহাম্মদ ইবনে ফুযাইল ওফাত-১৯৫ হি., হাদীস সংখ্যা-১৬০
১৩. আল জা’মে লি ইবনে ওহাব, ওফাত-১৯৭ হি., হাদীস সংখ্যা-৬৯১
১৪. আল মুয়াত্ত্বা লি ইবনে ওহাব, ওফাত-১৯৭ হি., হাদীস সংখ্যা-৫২১
১৫. আল মুয়াত্ত্বা কিতাবুল কাযা ফিল বুয়ু লি ইবনে ওহাব, ওফাত-১৯৭ হি., হাদীস সংখ্যা-৩৩০
১৬. কিতাবুল মুহারাবা লি ইবনে ওহাব, ওফাত-১৯৭ হি., হাদীস সংখ্যা-১৩৮
১৭. আয যুহদ লি ওকী ইবনুল জাররাহ, ওফাত-১৯৭ হি., হাদীস সংখ্যা-৫৩১
১৮. আল খারাজ লি ইয়াহইয়া ইবনে আদম, ওফাত-২০৩ হি., হাদীস সংখ্যা-৬০৭
১৯. মুসনাদু আবি দাউদ ত্বয়ালিসী, ওফাত-২০৪ হি. হাদীস সংখ্যা-২৮৯০
২০. মুসনাদুস শাফেয়ী, তারতীবুস সিন্দী, ওফাত-২০৪ হি. হাদীস সংখ্যা-৭০৯
২১. মুসনাদুস শাফেয়ী, তারতীবু সুনজার, ওফাত-২০৪ হি. হাদীস সংখ্যা-১৮১৯
২২. আস সুনানুল মা’ছুরা লিশ শাফেয়ী, ওফাত-২০৪ হি. হাদীস সংখ্যা-৬২৬
২৩. ইখতিলাফুল হাদীস লিশ শাফেয়ী, ওফাত-২০৪ হি. হাদীস সংখ্যা-২৩৭
২৪. মুসনাদু আব্দির রাযযাক সানআনী, ওফাত-২১১ হি. হাদীস সংখ্যা-২১০৩৩
২৫. মুসনাদুল হুমায়দী, ওফাত-২১৯ হি. হাদীস সংখ্যা-১৩৩৭
২৬. আস সালাত লি ফজল ইবনে দুকাইন, ওফাত-২১৯ হি., হাদীস সংখ্যা-৩০২
২৭. আহাদীসু আফফান ইবনে মুসলিম, ওফাত-২১৯ এর পর, হাদীস সংখ্যা-৩৮২
২৮. কিতাবুল আমওয়াল লিল কাসেম ইবনে সাল্লাম, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-১৩২৭
২৯. ফাজায়েলুল কুরআন লিল কাসেম ইবনে সাল্লাম, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-৭৬১
৩০. আন নাসিখ ওয়াল মানসুখ লিল কাসেম ইবনে সাল্লাম, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-৪৩৭
৩১. আত্ তুহুর লিল কাসেম ইবনে সাল্লাম, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-৪১৯
৩২. আল খুতাবু ওয়াল মাওয়ায়েজ লিল কাসেম ইবনে সাল্লাম, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-১৪৫
৩৩. আত তাআ’যী লি আবিল হাসান আল মাদায়িনী, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-১৭২
৩৪. সুনানু সাঈদ ইবনে মানসুর, ওফাত-২২৭ হি. হাদীস সংখ্যা-২৭৯১
৩৫. আত্ তাফসীর মিন সুনানে সাঈদ ইবনে মানসুর, ওফাত-২২৭ হি., হাদীস সংখ্যা-১১৭৭
৩৬. আল ফিতান লি নুআইম ইবনে হাম্মাদ, ওফাত-২২৮ হি., হাদীস সংখ্যা-২০০১
৩৭. মুসনাদু আলী ইবনুল জা’দ, ওফাত-২৩০ হি. হাদীস সংখ্যা-৩৪৬২
৩৮. জুযয়ু ইয়ালা ইবনে আব্বাদ, ওফাত-২৩০ হি., হাদীস সংখ্যা-৩২৮
৩৯. কিতাবুল ইলম লি যুহাইর ইবনে হারব, ওফাত-২৩৪ হি., হাদীস সংখ্যা-১৬৮
৪০. মুসান্নাফু ইবনে আবি শায়বা, ওফাত-২৩৫ হি., হাদীস সংখ্যা-৩৯০৯৮
৪১. আল আদাবু লি ইবনে আবি শায়বা, ওফাত-২৩৫ হি., হাদীস সংখ্যা-৪২১
৪২. মুসনাদু ইবনে আবি শায়বা, ওফাত-২৩৫ হি., হাদীস সংখ্যা-১০০০
৪৩. আল ঈমান লি ইবনে আবি শায়বা, ওফাত-২৩৫ হি., হাদীস সংখ্যা-১৩৫
৪৪. আল কাযা লি সুরাইজ ইবনে ইউনুস, ওফাত-২৩৫ হি., হাদীস সংখ্যা-১০০
৪৫. মুসনাদু ইসহাক ইবনে রাহুয়াহ, ওফাত-২৩৮ হি., হাদীস সংখ্যা-২৪২৫
৪৬. আদাবুন নিসা লি আব্দিল মালিক ইবনে হাবিব, ওফাত-২৩৮ হি., হাদীস সংখ্যা-২৬৪
৪৭. মুসনাদু খলিফা ইবনে খাইয়াত্ব, ওফাত-২৪০ হি., হাদীস সংখ্যা-১০১
৪৮. মুসনাদু আহমদ, ওফাত-২৪১ হি., হাদীস সংখ্যা-২৭৬৪৭
৪৯. ফাজায়েলুস সাহাবা লি আহমদ ইবনে হাম্বল, ওফাত-২৪১ হি., হাদীস সংখ্যা-১৯৬২।
৫০. আল আহাদু ওয়াল মাসানী লি আহমদ ইবনে হাম্বল, ওফাত-২৪১ হি., হাদীস সংখ্যা-৩৪৯৩
৫১. আয যুহুদু লি লি আহমদ ইবনে হাম্বল, ওফাত-২৪১ হি., হাদীস সংখ্যা-২৪০৭
৫২. আল আশরিবাহ লি আহমদ ইবনে হাম্বল, ওফাত-২৪১ হি., হাদীস সংখ্যা-২৪২
৫৩. আয যুহুদু লি হান্নাদ ইবনুস সারী আল কুফী, ওফাত-২৪৩ হি., হাদীস সংখ্যা-১৪৪২
৫৪. মুসনাদু সা’দ ইবনে আবি ওয়াক্কাস লিদ দাওরাকী, ওফাত-২৪৬ হি., হাদীস সংখ্যা-১৩৪
৫৫. জুযয়ু ক্বিরাআতিন নবী (সাঃ) লি হাফস ইবনে উমর, ওফাত-২৪৬ হি., হাদীস সংখ্যা-১২৭
৫৬. আল মুনতাখাব মিন মুসনাদে আবদ ইবনে হুমাইদ, মুস্তফা আল আদাবী, ওফাত-২৪৯ হি., হাদীস সংখ্যা-১৫৯৪
৫৭. আল আমওয়াল লি ইবনে যানজূয়াহ, ওফাত-২৫১ হি., হাদীস সংখ্যা-২৪৭৫
৫৮. সুনানু দারেমী, ওফাত-২৫৫ হি., হাদীস সংখ্যা-৩৫৬৭
৫৯. আল জামিউস সহীহ লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-আইনী রহ., ইবনুস সালাহ র. এর মতে- পূনরাবৃত্তি সহ ৭২৭৫, ইবেনে হাজার রহ. এর মতে পূনরাবৃত্তি সহ-৭৩৯৭, মাকতাবায়ে শামেলা- ৭৫৬৩, আর ইবনে হাজারের মতে পূনরাবৃত্তি ছাড়া হাদীস হল ২৬০২ টি।
৬০. আল আদাবুল মুফরাদ লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-১৩৬৬
৬১. আত তারীখুল কবীর লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-৩৬৫২
৬২. আত তারীখুস সগীরুল আওসাত লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-২৯৯৭ (রিজাল শাস্ত্র ও হাদীসের কিতাব)
৬৩. আল ক্বিরা’আতু খালফাল ইমাম লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-১৮৯
৬৪. খলকু আফআলিল ইবাদ লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-২৭৮
৬৫. কুররাতুল আইনাইন বি রফয়ীল ইয়াদাইন ফিস সালাত লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-১১৮
৬৬. আস্ সহীহ লি মুসলিম, ওফাত-২৬১ হি., হাদীস সংখ্যা পূনরাবৃত্তি সহ ১২,০০০, পূনরাবৃ্ত্তি বাদে ৪০০০, মুহাম্মদ ফুয়াদ আব্দুল বাকী বলেছেন পূনরাবৃ্ত্তি বাদে ৩০৩৩, মাকতাবায়ে শামেলা-৩০৩৩
৬৭. আস সুনানুল মা’ছুরা লিল শাফেয়ী, ওফাত-২৬৪ হি., হাদীস সংখ্যা-৬৮২
৬৮. জুযয়ু সা’দান, ওফাত-২৬৫ হি., হাদীস সংখ্যা-১৬৫
৬৯. তারিকাতুন নবী (সাঃ) লি হাম্মাদ ইবনে ইসহাক, ওফাত-২৬৭ হি., হাদীস সংখ্যা-৯৭
৭০. আল মাহাব্বাতু লিল্লাহ, লি আবি ইসহাক আল খাতালী, ওফাত-২৭০ হি., হাদীস সংখ্যা-২৬৪
৭১. জুযয়ুম মিন আহাদীসিল কাযযার, ওফাত-২৭১ হি., হাদীস সংখ্যা-১১২০
৭২. সুনানু ইবনে মাজাহ, ওফাত- ২৭৩ হি., হাদীস সংখ্যা- ৪৩৪১, মাকতাবায়ে শামেলা- ৪৩৪১
৭৩. সুনানু আবি বকর আল আছরাম, ওফাত- ২৭৩ হি., হাদীস সংখ্যা- ১৬৯
৭৪. সুনানু আবি দাউদ, ওফাত- ২৭৫ হি., হাদীস সংখ্যা- ৪৮০০, মাকতাবায়ে শামেলা- ৫২৭৪
৭৫. আয্ যুহুদু লি আবি দাউদ, ওফাত-২৭৫ হি., হাদীস সংখ্যা-৫০২
৭৬. আল মারাসিল লি আবি দাউদ, ওফাত-২৭৫ হি., হাদীস সংখ্যা-৫১৫
৭৭. আখবারুস শুয়ুওখ ওয়া আখলাকুহুম লি আবি বকর আল মাররুযী, ওফাত-২৭৫ হি., হাদীস সংখ্যা-৩৭৯
৭৮. আল ওয়ারা লি আহমদ রেওয়ায়েতে মারওয়াযী, ওফাত-২৭৫ হি., হাদীস সংখ্যা-৬৩৯
৭৯. আল হাউযু ওয়াল কাউসার লি বাকী ইবনে মাখলাদ, ওফাত-২৭৬ হি., হাদীস সংখ্যা-৪৩
৮০. আয যুহুদু লি আবি হাতেম, ওফাত-২৭৭ হি., হাদীস সংখ্যা-১২৩
৮১. আল জা’মে লিত তিরমিযী, ওফাত-২৭৯ হি., হাদীস সংখ্যা-৩৮১২, ইবনে কাসীর রহ. বলেন, ৪০০০, মাকতাবায়ে শামেলা-৩৯৫৬
৮২. আশ শামায়েলুল মুহাম্মদীয়া লিত তিরমিযী, ওফাত-২৭৯ হি., হাদীস সংখ্যা-৪১৭
৮৩. আর রদ্দু আলাল জাহমিয়াহ লিদ দারেমী, ওফাত-২৮০ হি., হাদীস সংখ্যা-৩৯৯
৮৪. মুসনাদু আবি হানিফা লিল হারেস, ওফাত-২৮২ হি., হাদীস সংখ্যা-১১৩৬
৮৫. ফাজলুস সালাতি আলান নবী (সাঃ, ওফাত-২৮২ হি., হাদীস সংখ্যা-১০৭
৮৬. গারীবুল হাদীস লি ইবরাহীম ইবনে ইসহাক আল হারবী, ওফাত-২৮৫ হি., হাদীস সংখ্যা-১৪৩৬
৮৭. আল বিদায়ু লি ইবনি ওয়াদ্দাহ, ওফাত-২৮৬ হি., হাদীস সংখ্যা-২৮৯
৮৮. আল জিহাদু লি ইবনে আবি আছেম, ওফাত-২৮৭ হি., হাদীস সংখ্যা-৩২১
৮৯. আস সুন্নাহ লি ইবনে আবি আছেম, ওফাত-২৮৭ হি., হাদীস সংখ্যা-১৫৫৮
৯০. আল আওয়ায়িল লি ইবনে আবি আসেম, ওফাত-২৮৭ হি., হাদীস সংখ্যা-১৯১
৯১. আদ দিয়াত লি ইবনে আবি আছেম, ওফাত-২৮৭ হি., হাদীস সংখ্যা-২৬৭
৯২. আস সুন্নাহ লি আব্দিল্লাহ ইবনে আহমদ, ওফাত-২৯০ হি., হাদীস সংখ্যা-১৪২২
৯৩. মুসনাদুল বাযযার, ওফাত-২৯২ হি., হাদীস সংখ্যা-১০৪৩২
৯৪. মুসনাদু আবি বকর, আহমদ ইবনু আলী মারওয়াযী, ওফাত-২৯২ হি., হাদীস সংখ্যা-১৪২
৯৫. তা’জীমু ক্বদরীস সালাত লি মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াযী, ওফাত-২৯৪ হি., হাদীস সংখ্যা-১১০৪
৯৬. আস সুন্নাহ লি মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াযী, ওফাত-২৯৪ হি., হাদীস সংখ্যা-৩৪৬
৯৭. সালাতুল বিতর লি মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াযী, ওফাত-২৯৪ হি., হাদীস সংখ্যা-৯০
৯৮. ফাজায়েলুল কুরআন লি মুহাম্মদ ইবনুদ দারীস, ওফাত-২৯৪ হি., হাদীস সংখ্যা-২৯৭
৯৯. কিতাবুল কদর লিল ফিরইয়াবী, ওফাত-৩০১ হি., হাদীস সংখ্যা-৪০৮
১০০. ফাজায়েলুল কুরআন লিল ফিরইয়াবী, ওফাত-৩০১ হি., হাদীস সংখ্যা-১৭৮
১০১. আহকামুল ঈদাইন লিল ফিরইয়াবী, ওফাত-৩০১ হি., হাদীস সংখ্যা-১৬৯
১০২. আস সিয়াম লিল ফিরইয়াবী, ওফাত-৩০১ হি., হাদীস সংখ্যা-১৭০
১০৩. সিফাতুন নিফাক ওয়া যম্মুল মুনাফিকীন লিল ফিরইয়াবী, ওফাত-৩০১ হি., হাদীস সংখ্যা-১১১
১০৪. সুনানুন নাসাঈ, ওফাত-৩০৩ হি., হাদীস সংখ্যা- ৫৭৬১, কারো কারো মতে- ৪৪৮২, মাকতাবায়ে শামেলা- ৫৭৫৮
১০৫. আস সুনানুল কুবরা লিন নাসায়ী, ওফাত-৩০৩ হি., হাদীস সংখ্যা-১১৯৪৯
১০৬. আমালুল ইয়াওমি ওয়াল লাইলাতি লিন নাসায়ী, ওফাত-৩০৩ হি., হাদীস সংখ্যা-১১৪১
১০৭. মুসনাদু আবি ইয়ালা লিল মাওসিলী, ওফাত-৩০৭ হি., হাদীস সংখ্যা-৭৫৫৫
১০৮. আল মুনতাক্বা লি ইবনিল জারুদ, ওফাত-৩০৭ হি., হাদীস সংখ্যা-১০৮৬।
১০৯. মুসনাদুর রুওইয়ানী, ওফাত-৩০৭ হি., হাদীস সংখ্যা-১৫৪৫
১১০. আল কুনা ওয়াল আসমা লিদ্ দুওলাবী, ওফাত-৩১০ হি., হাদীস সংখ্যা-২১১৭ (রিজাল শাস্ত্র ও হাদীসের কিতাব)
১১১. সহীহ ইবনে খুযায়মা, ওফাত-৩১১ হি., হাদীস সংখ্যা-৩০৭৯
১১২. আত তাওহীদ লি ইবনে খুযায়মা, ওফাত-৩১১ হি., হাদীস সংখ্যা-৫৭৮
১১৩. আস সুন্নাতু লি আবি বকর ইবনে খাল্লাল, ওফাত-৩১১ হি., হাদীস সংখ্যা-১৮২৫
১১৪. হাদীসুস সার্রাজ, ওফাত-৩১৩ হি., হাদীস সংখ্যা-২৭৪৬
১১৫. মুসনাদুস সার্রাজ, ওফাত-৩১৩ হি., হাদীস সংখ্যা-১৫৭৬
১১৬. মুসনাদু আবি আওয়ানা, ওফাত-৩১৬ হি., হাদীস সংখ্যা-৮৭১৮
১১৭. আল আওসাত লি ইবনিল মুনযির ওফাত-৩১৯ হি., হাদীস সংখ্যা-৩৩৪৫
১১৮. শরহু মাআনিল আছার লি আবী জা’ফর ত্বহাবী, ওফাত-৩২১ হি., হাদীস সংখ্যা-৭৪৬৭
১১৯. শরহু মুশকিলিল আছার লি আবী জা’ফর ত্বহাবী, ওফাত-৩২১ হি., হাদীস সংখ্যা-৬১৭৯
১২০. তাফসীরু ইবনে আবি হাতেম, ওফাত-৩২৭ হি., হাদীস সংখ্যা-১৬৪৬৮
১২১. মাসাবিল আখলাক লিল খারায়িতী, ওফাত-৩২৭ হি., হাদীস সংখ্যা-৮০৯
১২২. মাকারিমুল আখলাক লিল খারায়িতী, ওফাত-৩২৭ হি., হাদীস সংখ্যা-১০৪১
১২৩. আন নাসিখ ওয়াল মানসূখ লি আবি জা’ফর আন নাহহাস, ওফাত-৩৩৮ হি., হাদীস সংখ্যা-৫১৮
১২৪. মু’জামু ইবনিল আ’রাবী, ওফাত-৩৪০ হি., হাদীস সংখ্যা-২৪৬০
১২৫. সহীহু ইবনে হিব্বান, ওফাত-৩৫৪ হি., হাদীস সংখ্যা-৭৪৯১
১২৬. কিতাবুল ফাওয়াইদ (গায়লানিয়াত) ওফাত-৩৫৪ হি., হাদীস সংখ্যা-১১৪২
১২৭. আল মুসনাদুল কবীর লিশ শাসী, ওফাত-৩৫৫ হি., হাদীস সংখ্যা-১৪৫৮
১২৮. আদ দোয়া লিত তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-২২৫১
১২৯. আল মু’জামুল আওসাত লিত তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-৯৪৮৯
১৩০. আল মু’জামুস সগীর লিত তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-১১৯৮
১৩১. আল মু’জামুল কবীর লিত্ তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-২৩,৬৪২
১৩২. মুসনাদুশ শামিয়্যীন লিত্ তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-৩৬৩৭
১৩৩. মাকারিমুল আখলাক লিত্ তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-২৩৫
১৩৪. কিতাবুশ শরীয়াত লিল আজুররী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-২০০৩
১৩৫. আখলাকুল উলামা লিল আজুররী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-১০৫
১৩৬. যমমুল লিওয়াত লিল আজুররী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-৫৪
১৩৭. আখলাকুন নবী লি আবিশ শায়খ আলআসবাহানী, ওফাত-৩৬৯ হি., হাদীস সংখ্যা-৮৩৮
১৩৮. আমছালুল হাদীস লি আবিশ শায়খ আলআসবাহানী, ওফাত-৩৬৯ হি., হাদীস সংখ্যা-৩৩৮
১৩৯. আততাওবীখ ওয়াত তাম্বীহ লি আবিশ শায়খ আলআসবাহানী, ওফাত-৩৬৯ হিজরী, হাদীস সংখ্যা-২৩৬
১৪০. আল মু’জামু লি ইবনিল মুকরী, ওফাত-৩৮১ হি., হাদীস সংখ্যা-১৩৪৮
১৪১. সুনানু দারা কুতনী, ওফাত-৩৮৫ হি., হাদীস সংখ্যা-৪৮৩৬
১৪২. ফাজায়েলুস সাহাবা লিদ্দারাকুতনী, ওফাত-৩৮৫ হি., হাদীস সংখ্যা-৭৫
১৪৩. নাসিখুল হাদীস ওয়া মানসুখিহী লি ইবনে শাহীন, ওফাত-৩৮৫ হি., হাদীস সংখ্যা-৬৭৬
১৪৪. আত্ তারগীবু ফি ফাজায়েলেল আ’মাল লি ইবনে শাহীন, ওফাত-৩৮৫ হি., হাদীস সংখ্যা-৫৮১
১৪৫. শরহু মাযাহিবী আহলিস সুন্নাহ লি ইবনে শাহীন, ওফাত-৩৮৫ হি., হাদীস সংখ্যা-১৯৯
১৪৬. আল ইবানাতুল কুবরা লি ইবনে বাত্তাহ আলআকবারী, ওফাত-৩৮৭ হি., হাদীস সংখ্যা-২৬৪৩
১৪৭. আল মুখাল্লাসিয়্যাত লিল মুখাল্লিস, ওফাত-৩৯৩ হি., হাদীস সংখ্যা-৩১৮৬
১৪৮. আল ঈমানু লি ইবনে মান্দাহ, ওফাত-৩৯৫ হি., হাদীস সংখ্যা-১১১৭
১৪৯. আত্ তাওহীদু লি ইবনে মান্দাহ, ওফাত-৩৯৫ হি., হাদীস সংখ্যা-৩৬১
১৫০. আল মুসতাদরাক লিল হাকেম, ওফাত-৪০৫ হি., হাদীস সংখ্যা-৮৮০৩
১৫১. আল ফাওয়ায়েদু লি তাম্মাম জুনাইদ আল বাজালী আর রাযী, ওফাত-৪১৪ হি., হাদীস সংখ্যা-১৭৯৮
১৫২. শরহু উসুলী ই’তিকাদী আহলিস সুন্নাহ ওয়াল জামাআত লিত্ ত্ববারী আর রাযী লাকলায়ী, ওফাত-৪১৮ হি., হাদীস সংখ্যা-২৮২৩
১৫৩. মুসনাদু আবি হানিফা লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৩৬৬
১৫৪. মা’রেফাতুস সাহাবা লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৭৪৫৫ (রিজাল শাস্ত্র ও হাদীসের কিতাব)
১৫৫. আত্ তিব্ব আন্ নববী লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৯০৫
১৫৬. আল মুসনাদুল মুসতাখরাজ আলা সহীহ মুসলিম লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৩৫১৬
১৫৭. সিফাতুল জান্নাতী লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৪৫৪
১৫৮. ফাজায়েলুল খুলাফায়ির রাশিদীন লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-২৩৯
১৫৯. দালায়েলুন নবুয়্যাত লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৫৪৯
১৬০. আমালী ইবনে বুশরান, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-১৬৫৩
১৬১. আস সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানি লিদ্ দানী, ওফাত-৪৪৪ হি., হাদীস সংখ্যা-৭২৫
১৬২. মুসনাদুস শিহাব লিল কাযায়ী, ওফাত-৪৫৪ হি., হাদীস সংখ্যা-১৪৯৯
১৬৩. হজ্জাতুল বিদা লি ইবনে হাযম, ওফাত-৪৫৬ হি., হাদীস সংখ্যা-৫৩০
১৬৪. আল আদাবু লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৮৬৭
১৬৫. আস সুনানুস ছূগরা লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৪৮৮৩
১৬৬. আস সুনানুল কুবরা লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-২২,৩৪০
১৬৭. আল কাযা ওয়াল ক্বদর লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৫৮২
১৬৮. শুআবুল ঈমান লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-১১২৬৯
১৬৯. মা’রেফাতুস সুনানে ওয়াল আছার লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-২০৮৮১
১৭০. দালায়েলুন নবূয়্যাত লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৩২৮৬
১৭১. ইসবাতু আযাবিল কবর লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-২১১
১৭২. আল আসমা ওয়াস ছিফাত লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-১০২৩
১৭৩. আয যুহুদুল কবীর লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৯৯৩
১৭৪. আল মাদখাল ইলাস সুনানিল কুবরা লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৭০৯
১৭৫. আল বা’ছু ওয়ান নুসুর লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৫৯৩
১৭৬. আদ্ দাওয়াতুল কাবির লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৬৭১
১৭৭. আল ক্বিরা’আতু খালফাল ইমাম লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৪০০
১৭৮. আল ই’তিক্বাদ লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৩৬৬
১৭৯. ফাজায়েলুল আওক্বাত লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৩০৮
১৮০. হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহীম লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-২১
১৮১. জামেয়ু বায়ানিল ইলমি ওয়া ফাজলিহী লিল কুরতুবী, ওফাত-৪৬৩ হি., হাদীস সংখ্যা-২৪১৫
১৮২. মানাকিবূ আলী লি ইবনিল মাগাযিলী, ওফাত-৪৮৩ হি., হাদীস সংখ্যা-৪৬৭
১৮৩. তারতীবুল আমালী আল খামিসিয়্যাহ লিস সাজারী, ওফাত-৪৯৯ হি., হাদীস সংখ্যা-৩০২৬
১৮৪. শরহুস সুন্নাহ লিল বাগাভী, ওফাত-৫১৬ হি., হাদীস সংখ্যা-৪৪২২
[
১৮৫. আত্ তারগীব ওয়াততারহীব লি কিওয়ামীস সুন্নাহ আল আসবাহানী, ওফাত-৫৩৫ হি., হাদীস সংখ্যা-২৫২০
১৮৬. মু’জামু ইবনে আসাকির, ওফাত-৫৭১ হি., হাদীস সংখ্যা-১৬২১
১৮৭. আত তুয়ুরিয়াত লি আবিত ত্বাহির আস সালিফী, ওফাত-৫৭৬ হি., হাদীস সংখ্যা-১৩৪৪
১৮৮. আত্ তাহক্কীক ফি মাসায়িলিল খিলাফ লি ইবনিল জাওযী, ওফাত-৫৯৭ হি., হাদীস সংখ্যা-২০৭২
১৮৯. জামেউল উসূল ফি আহাদীসির রাসূল, ইবনুল আসীর, ওফাত-৬০৬ হি., হাদীস সংখ্যা-৯৫২৩
১৯০. আল মুতাহাব্বিন ফিল্লাহ লি ইবনে কুদামাহ, ওফাত-৬২০ হি., হাদীস সংখ্যা-১৬১
১৯১. আল আহাদিসুল মুখতারা (ইমাম বুখারী ও মুসলিম যেগুলো তাদের কিতাবে উল্লেখ করেননি) জিয়া উদ্দিন মাকদিসী, ওফাত-৬৪৩ হি., হাদীস সংখ্যা-৫৪০১
১৯২. আল আমরু বিল মারূফ ওয়ান নাহী আনিল মুনকার, আবূ বকর আল খাল্লাল, হাদীস সংখ্যা-২৫৩
১৯৩. আস সুন্নাহ লি আবি বকর আল খাল্লাল, হাদীস সংখ্যা-১৮৪৯
১৯৪. আল বির্র ওয়াস সিলাহ, হুসাইন ইবনুল হাসান মারওয়াযী, হাদীস সংখ্যা-৩৫১
১৯৫. আযযুররিয়্যাতুত তাহিরাহ লিদ দুওলাভী, হাদীস সংখ্যা-২৩০
১৯৬. আয যুহদু লি আহমদ ইবনে আমর আশ শায়বানী, হাদীস সংখ্যা-২৮৮
১৯৭. আমালুল ইয়াওমি ওয়াল লাইলাতি, আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসহাক, হাদীস সংখ্যা-৭৭১
১৯৮. ইসবাতুশ শাফায়াত লিয যাহাবী, ওফাত-৭৪৮, হাদীস সংখ্যা-৬৬
১৯৯. যিকরুন নার লি আব্দিল গণী আল মাকদিসী, ওফাত-৬০০ হি., হাদীস সংখ্যা-১১৪
২০০. আত তারগীব ফিদ দোয়া ওয়াল হাছছী আলাইহী, আব্দিল গণী আল মাকদিসী, ওফাত-৬০০ হি., হাদীস সংখ্যা-১৩৭
কিছু তাখরীজ ও যাওয়াযেদ এর কিতাব
(তাখরীজ হল- কোন নির্দিষ্ট কিতাবের হাদীসগুলোকে হাদীসের মূল কিতাবের দিকে হাওয়ালা দেওয়া এবং হাদীসের মান নির্ণয় করা।)
হাদীস ও আছারের সংখ্যা- দুই লক্ষ চুরাশি হাজার দুইশত ঊনিশটি।
২০১. আত তাহকীক ফি মাসায়িলীল খিলাফ লি ইবনিল জাওযী, ওফাত-৫৯৭, হাদীস সংখ্যা-২০৭২
২০২. খুলাসাতুল আহকাম লিল নববী, ওফাত-৬৭৬ হি., হাদীস সংখ্যা-৩৮৮৩
২০৩. তাহযীবুল আছার লি মুহাম্মদ ত্ববারী, ওফাত-৬৯৪ হি., হাদীস সংখ্যা-২৪৪৪
২০৪. আল ইলমামু বি আহাদীসিল আহকাম লি ইবনে দাকীকিল ঈদ, ওফাত-৭০২ হি., হাদীস সংখ্যা-১৬৩২
২০৫. তুহফাতুল আশরাফ বি মা’রিফাতিল আতরাফ, ইউসুফ ইবনে আব্দির রহমান আল মিযযী, ওফাত-৭৪২, হাদীস সংখ্যা-১৯৬২৬
২০৬. আল মুহাররার ফিল হাদীস, শামছূদ্দীন ইবনে আব্দিল হাদী হাম্বলী, ওফাত-৭৪৪ হি., হাদীস সংখ্যা-১৩০৪
২০৭. তানকীহুত তাহকীক, শামছূদ্দীন ইবনে আব্দিল হাদী হাম্বলী, ওফাত-৭৪৪ হি., হাদীস সংখ্যা-৩২৯৬
২০৮. তানকীহুত তাহকীক লিয যাহাবী, ওফাত-৭৪৮ হি., হাদীস সংখ্যা-৮০৩
২০৯. তাখরীজু আহাদীসিল কাশশাফ, জামালুদ্দীন যাইলায়ী, ওফাত-৭৬২, হাদীস সংখ্যা-১৫৭০
২১০. জা’মেউল মাসানীদ ওয়াস সুনান, ইসমাঈল ইবনে উমর ইবনে কাসীর, ওফাত-৭৭৪ হি., হাদীস সংখ্যা-১৩৫৪৭
২১১. তুহফাতুল মুহতাজ ইলা আদিল্লাতিল মিনহাজ, ইবনুল মুলাক্কিন, ওফাত-৮০৪ হি., হাদীস সংখ্যা-১৮২৫
২১২. খুলাসাতুল বদরিল মুনীর, ইবনুল মুলাক্কিন, ওফাত-৮০৪ হি., হাদীস সংখ্যা-২৯৯৫
২১৩. গায়াতুল মাকসাদ ফি যাওয়ায়ীদিল মুসনাদ, নুরুদ্দীন হাইছামী, ওফাত-৮০৭ হি., হাদীস সংখ্যা-৫১৫৩
২১৪. কাশফুল আসতার আন যাওয়ায়ীদিল বাযযার, নুরুদ্দীন হাইছামী, ওফাত-৮০৭ হি., হাদীস সংখ্যা-৩৬৯৮
২১৫. মাজমাউয যাওয়ায়েদ ওয়া মাম্বাউল ফাওয়ায়েদ, নুরুদ্দীন হাইছামী, ওফাত-৮০৭ হি., হাদীস সংখ্যা-১৮৭৭৬
২১৬. মাওয়ারেদুজ জমআন ইলা যাওয়ায়েদু ইবনে হিব্বান, লিল হায়ছামী, ওফাত-৮০৭ হি., হাদীস সংখ্যা-২৬৪৭
২১৭. ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ বি যাওয়ায়ীদিল মাসানীদিল আশারাহ, শিহাবুদ্দীন আল বূসীরী, ওফাত-৮৪০ হি., হাদীস সংখ্যা-৭৯৬৮
২১৮. মিসবাহুজ যুজাজাহ ফি যাওয়ায়ীদি ইবনে মাজাহ, শিহাবুদ্দীন আল বূসীরী, ওফাত-৮৪০ হি., হাদীস সংখ্যা-১৫৫১
২১৯. ইতহাফুল মাহারাহ লি ইবনে হাজার আসকালানী, ওফাত-৮৫২ হি., হাদীস সংখ্যা-২৫৫১৪
২২০. ইতরাফুল মুসনাদীল মুতাআলী বি আতরাফীল মুসনাদীল হাম্বলী, ইবনে হাজার আসকালানী, ওফাত-৮৫২ হি., হাদীস সংখ্যা-১২৭৮৭
২২১. আত তালখীসুল হাবীর ফি তাখরীজি আহাদীসির রাফেয়ীল কাবীর, ইবনে হাজার আসকালানী, ওফাত-৮৫২ হি., হাদীস সংখ্যা-২৭৪২
২২২. আদ দিরায়া ফি তাখরিজী আহাদীসিল হিদায়া, ইবনে হাজার আসকালানী, ওফাত-৮৫২ হি., হাদীস সংখ্যা-১০৮৫
২২৩. আল জামীউস সগীর লিস সুয়ুতী, ওফাত-৯১১ হি., হাদীস সংখ্যা-১০০৩০
২২৪. আল জা’মেউস সগীর ওয়া যিয়াদাতুহু, জালালুদ্দীন সূয়ুতী, ওফাত-৯৯১, হাদীস সংখ্যা-১৪০০০
২২৫. জা’মেউল আহাদীস, জালালুদ্দীন সূয়ুতী, ওফাত-৯৯১, হাদীস সংখ্যা-৪৫৭৫৭
২২৬. কানযুল উম্মাল লি আলী আল মুত্তাকী ইবনে হুসামুদ্দীন, ওফাত-৯৭৫, হাদীস সংখ্যা-৪৬৬২৪
২২৭. আল ফাতহুস সামাভী (তাফসীরুল বায়যাভী) আব্দুর রউফ মুনাভী, ওফাত-১০৩১, হাদীস সংখ্যা-১০৫১
২২৮. আল লুউলুউ ওয়াল মারজান ফি মা ইত্তাফাকা আলাইহীস শাঈখান, মুহাম্মদ ফুয়াদ আব্দুল বাকী, ওফাত-১৩৮৮ হি., হাদীস সংখ্যা-১৯০৬
২২৯. জমউল ফাওয়ায়েদ মিন জা’মিয়ীল উসূল ওয়া মাজমাউয যাওয়ায়েদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ আর রাদানী আল মাগরিবী আল মালিকী, ওফাত-১০৯৪ হি., হাদীস সংখ্যা-১০১৩১
২৩০. আল মুসনাদুল জা’মে, মাহমুদ মুহাম্মদ খলীল, সমকালীন, হাদীস সংখ্যা-১৭৮০২
মূল কিতাব ও তাখরীজ মিলে মোট হাদীস ও আছারের সংখ্যা- ৮,০৮,১৬৭ আট লক্ষ আট হাজার একশত সাতষট্টিটি।
তথ্যসূত্রঃ
০১. মাকতাবায়ে শামেলা (ছয় হাজার ভার্সন)
০২. মাকতাবায়ে শামেলা (ষোল হাজার ভার্সন)
০৩. আস্ সিহাহ আস্-সিত্তাহঃ পরিচিতি ও পর্যালোচনা- ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
মাহফুজ আহমাদ আল মাদানী(হাফিযাহুল্লাহ)
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
ইসলামিক ইউনিভার্সিটি মাদীনা মুনাওয়ারা,সৌদিআরব

এখানে কিতাবগুলোর হাদীস ও আসারসমূহের মাঝে অনেক তাকরার হবে, একটি হাদীস চল্লিশ পঞ্চাশটি কিতাবেও থাকতে পারে, হাদীস গননা মূলত সাহাবীদের মুসনাদ হিসেবে হয়ে থাকে.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *