ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তাঁর বিখ্যাত কিতাব ‘আত-তিবইয়ান ফী আদাবি হামালাতিল কুরআন’

ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তাঁর বিখ্যাত কিতাব ‘আত-তিবইয়ান ফী আদাবি হামালাতিল কুরআন’ এর মধ্যে একটি আলাদা পরিচ্ছেদ রচনা করে কুরআনের সাথে সালাফে সালেহীনের সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। সেখানে তিনি ইবনু আবু দাউদ এর সূত্রে বর্ণনা করেন,

কোন কোন সালাফ দুই মাসে একবার কুরআন খতম দিতেন। কেউ কেউ এক মাসে একবার খতম দিতেন। কেউ কেউ 10 দিনে একবার আবার কেউ কেউ আট দিনে একবার খতম দিতেন। তবে অধিকাংশই 7 দিনে একবার কুরআন খতম দিতেন। কারো কারো থেকে ছয় দিনে খতম দেওয়ার কোথাও পাওয়া যায়। সালাফদের অনেকে আবার পাঁচ দিনে খতম দিতেন। কেউ কেউ প্রতি চার দিনে খতম দিতেন। অধিকাংশের কাছ থেকে বর্ণিত হয়েছে যে, তারা তিনদিনে এক বার খতম দিতেন। আবার কেউ কেউ দুইদিনেও একবার খতম দিতেন। কেউ কেউ দিনেরাতে মিলিয়ে এক খতম দিতেন। আবার কেউ কেউ দিনেরাতে মিলিয়ে দুই খতম দিতেন। কারো কারো থেকে এমনও পাওয়া যায় যে, তারা দিনে রাতে মিলিয়ে আট খতম দিতেন। চার খতম দিনে আর চার খতম রাতে।

দিনে এবং রাতে যারা এক খতম দিতেন তাদের মধ্যে আছে উসমান ইবনে আফফান রা., তামিম দারি রা., সাঈদ ইবনে জুবায়ের রাহ., মুজাহিদ রাহ. ইমাম শাফি রাহ. সহ আরো অনেকে।

আর যারা একদিনে তিন খতম দিতেন তাদের মধ্যে আছে মুয়াবিয়া রা. এর খেলাফতের সময় মিশরের কাজির পদে থাকা সালীম ইবনু উমর। আবূ আমর আল-কিন্দি তাঁর কিতাব ‘কুযাতু মিশর’-এ বর্ণনা করেন, তিনি এক রাতে চার বারও খতম দিতেন।

সালাফদের অনেকে দিনেরাতে মিলিয়ে আট খতম দেওয়ার আজীব খবরও পাওয়া যায়।

বিখ্যাত এবাদতগুজার তাবেয়ী মানসূর বিন যাদান রাহ. রমজান মাসে যোহর এবং আসরের মধ্যবর্তী সময়ে এক খতম কুরআন তিলাওয়াত করতেন এবং মাগরিব ও এশার মধ্যবর্তী সময় আরো এক খতম তিলাওয়াত করতেন।

আবূ দাউদ সহীহ সনদে বর্ণনা করেছেন, মুজাহিদ রাহ. মাগরিব এবং ইশা এর মধ্যবর্তী সময়ে এক খতম কুরআন তিলাওয়াত করতেন।

এক রাকাতে কুরআন খতম করতেন এমন লোকদের সংখ্যা অগণিত। পূর্ববর্তীদের মধ্যে এমন আছেন উসমান রা., তামিম দারি রা., সাঈদ ইবনু জুবাইর রাহ. প্রমুখ।

আর এক সাপ্তাহে এক খতম দিতেন এমন ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য আছেন সাহাবী আবদুল্লাহ ইবনু মাসউদ রা., যায়িদ ইবনু সাবিত রা., উবাই ইবনু কাব রা. প্রমুখ। কয়েকজন তাবেয়ী থেকেও এমনটি বর্ণিত হয়েছে। তারা হলেন, আব্দুর রহমান ইবনু ইয়াযীদ, আলকামা, ইবরাহীম প্রমুখ।

[আত-তিবইয়ান ফী আদাবি হামালাতিল কুরআন, ইমাম নববী : ৫৯-৬৩; দারু ইবনু হাযম।]

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *