ইসলাম বিষয়ে কিছু কথা…

ইসলামের ৪টি মৌলিক ফিকহ ভিত্তিক মাজহাব(গবেষণার প্রতিষ্ঠান)ঃ
১। হানাফি
২। মালেকী
৩। শাফেয়ী
৪। হাম্বালী
.
এদের মাঝে আকিদা নিয়ে কোন সমস্যা নেই। কারণ এরা আকিদা নিয়ে কোন চিন্তা করে না। এগুলো ইসলামী আইনশাস্ত্র(ফিকহ/ স্কুল অব থট) নিয়ে কাজ করে।
.
ইসলামের ৩টি মৌলিক আকিদার মাজহাব(গবেষণার প্রতিষ্ঠান)ঃ
১। আশআরি
২। মাতুরীদী
৩। আছারী
.
এরা সবাই মোটামোটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা রাখে। অর্থাৎ এদের (আকিদার ৩ দলের) মৌলিক আকিদা ব্যাখ্যা ছাড়া একই তবে ব্যাখ্যা করতে গিয়ে তারা ৩টি ভাগে ভাগ হয়ে গিয়েছে।
তবে বর্তমানে হাম্বালী এবং আছারীদের মিলিত একটি গ্রুপ তাদের থেকে বের হয়ে নতুন একটি নামে আত্নপ্রকাশ করেছে। নিজেদের সালাফী বলে পরিচয় দেয় এরা। এরা তাকলীদ না করার দাবী করে এবং নিজেরা ইমামদের দলিলের ভিত্তিতে ইত্তিবা করে বলে প্রচার করে তবে এরা মাজহাব বিরুধী না। কিন্তু এদের থেকেই আবার আরেকটা গ্রুপ বের হয়েছে যারা নিজেদের আহলে হাদিস বলে পরিচয় দেয় এবং নিজেদের আকিদাকে ফিরকাতুন নাজীয়ার আকিদা বলে প্রচার করে। এরা প্রকৃত পক্ষে মাজহাব বিরুধী।
.
এবার চলুন কিছু প্রাচীন ভ্রান্ত আকিদার ফিরকার(যাদের সার্বিক ভাবে মুসলিম নয় তবে ব্যক্তিগত ভাবে কেউ কেউ মুসলিম হতে পারে) নাম পরিচয় করিয়ে দেয়া যাকঃ
.
১। খাওয়ারেজ বা খারিজি
২। শীআ
——ক. ইছনা আশারিয়া শীআ
——খ. ইসমাঈলিয়া শীআ
——গ. যায়দিয়া শীআ
.
৩। জাবরিয়া
৪। কাদরিয়্যা
৫। মুতাযিলা
৬। মুরজিয়া
৭। কাররামিয়্যাহ
.
বর্তমান সময়ের কিছু ভ্রান্ত আকিদার ফিরকার নামঃ
১। বাহায়ী
২। কাদিয়ানী
৩। চুন বিশ্বঈশ্বর
৪। দ্বীনে ইলাহী
৫। আহাখানি
৬। খাকছার পার্টি
৭। আহলে কোরআন/মুনকিরীনে হাদিস বা হাদিস অস্বীকার কারী দল
৭। পারভেজী
৮। চকড়ালবী
৯। মাহদবিয়া
১০। জৈনপুরী
১১। যিকরী
১২। ন্যাচারিয়া
১৩। হেজবুত তাওহীদ
.
দেশিয় আরো কিছু ফিরকাঃ সুরেশ্বরী, এনায়েতপুরী, আটরশী, চন্দপুরী, দেওয়ানবাগী, রাজারবাগী, মাইজভাণ্ডারী, রেজবী বা রেজাখানি, বে শার পীর-ফকির, বাউল এবং সর্বেশ্বরবাদী দল। সম্ভব হলে এদের ব্যাপারে লেখা বা অডিও লেকচার তৈরি করা হবে ইনশা আল্লাহ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *