কাজী নজরুল ইসলাম মুসলিম উম্মাহর খুবই গুরুত্বপূর্ণ ইসলামি ব্যক্তিত্ব ছিলেন

ফেসবুকে কিছু পোস্ট পড়ে মনে হচ্ছে কাজী নজরুল ইসলাম মুসলিম উম্মাহর খুবই গুরুত্বপূর্ণ ইসলামি ব্যক্তিত্ব ছিলেন। তার জীবনদর্শনকে আইডোলজি হিসেবে দাঁড় করানোর বাজে চেষ্টাও দেখা গেছে। কাজী নজরুলের ইসলামের প্রতি বিশেষ আবেগ ছিল, দরদ ছিল। সেই হিসেবে তিনি তার সাহিত্যে ইসলামকে জায়গা দিয়েছেন। মজার ব্যাপার হলো এমন আবেগ তার হিন্দু ধর্মের প্রতিও ছিল, নিজের সাহিত্যে তিনি হিন্দুইজমকেও জায়গা দিয়েছেন। কাজী নজরুলের ব্যাপারে কিছু ফ্যাক্ট উল্লেখ করি, উইকি থেকে নেওয়া, রেফারেন্সও দেওয়া আছে।

“Nazrul was not limited to Islamic devotional music but also wrote Hindu devotional music. He composed Agamanis, Bhajans, Shyama sangeet, and kirtan. Nazrul wrote over 500 Hindu devotional songs. Nazrul’s poetry and songs explored the philosophy of Islam and Hinduism. Nazrul’s poetry imbibed the passion and creativity of Shakti, which is identified as the Brahman, the personification of primordial energy. He also composed many songs of invocation to Lord Shiva and the goddesses Lakshmi and Saraswati and on the love of Radha and Krishna. Nazrul was an exponent of humanism.

During his visit to Comilla in 1921, Nazrul met a young Bengali Hindu woman, Pramila Devi, with whom he fell in love, and they married on 25 April 1924. Although a Muslim, he named his sons with both Hindu and Muslim names: Krishna Mohammad, Arindam Khaled (Bulbul), Kazi Sabyasachi and Kazi Aniruddha.”
.
তার এই ফ্যাক্টগুলোর শরঈ রুলিং কী, সেটা জেনেই তাকে আইডিওলাইজ করলে ভালো। নজরুলের ইসলামি গজল, সাহিত্যের প্রতি আমাদের ব্যক্তিগত ভালো লাগা, মুগ্ধতা থাকতে পারে। কিন্তু সামগ্রিকভাবে ব্যক্তি নজরুলকে, তার জীবন দর্শনকে উম্মাহর মাঝে আইডিওলাইজ করার চেষ্টা করা, উম্মাহর মাঝে তাকে ইসলামি ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা ভয়াবহ ফিতনার কাজ। উপরের ফ্যাক্টগুলো জানার পর যারা এই কাজগুলো করবেন, আশা করি এই দায় নিতেও আপনারা তৈরি থাকবেন।

© সাজিদ ভাই

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *