• ইমাম বাগাভী রহ. বলছেন,
‘যদি কেউ ধর্ষণের চেষ্টা করে এবং কোনও নারী তা প্রতিহত করতে গিয়ে কাউকে হত্যাও করে তবে তা কোনও পাপ হিসেবে পরিগণিত হবে না। এমনকি তা বিচারযোগ্য অপরাধ বলেও বিবেচিত হবে না।’
উমার রা. এঁর সময়ে একবার এক নারীকে ধর্ষণের চেষ্টা করা হলে সে ধর্ষকামীর মাথা বরাবর পাথর ছুঁড়ে মারে। এতে লোকটি নিহত হয়।
উমার রা. বললেন, ‘আল্লাহই তাকে হত্যা করেছে। আল্লাহ্র কসম এর জন্য কোনও দিয়াত নেই।’ ( Diyat, Financial Compensation, Blood Money)
এই যে নারীর ইজ্জত রক্ষার অধিকার- ইসলামে তা স্বীকৃত। কেবল স্বীকৃতই নয় বরং তা প্রমোটেড। কিন্তু আমাদের মেয়েরা সম্ভবত উগ্র কোনও ধর্ষককে পাথর ছুঁড়ে মেরে ফেলার মত দক্ষ নয়।
এখন যে হারে সামাজিক সুরক্ষা ভেঙে পড়ছে- তাতে বরং মেয়েদের আত্মরক্ষার সক্ষমতা অর্জন করাটা জরুরি। সেই প্রশিক্ষণ নিশ্চিত করার দায়িত্ব পরিবারের এবং রাষ্ট্রের।
ইসলামের যাবতীয় কানুন মেনেই তা করা যেতে পারে। ধর্ষণ বন্ধে এটা অনেকাংশে কার্যকর একটা পদক্ষেপ হতে পারে।
এই যে ধর্ষণের পর মাঝেমধ্যে ক্রসফায়ার। আর তা নিয়ে সামাজিক উল্লাস। আদতে, এটা কোনও সমাধান নয়। আমাদেরকে ন্যায়বিচারটা নিশ্চিত করতে হবে।
আমাদের বোনেরা, মায়েরা, মেয়েরা যেন নিজেদের সুরক্ষিত রাখতে পারে তা নিশ্চিত করতে হবে।
• এই দেশে ধর্ষিতাদের ব্যাপারে যে সামাজিক মনস্তত্ত্ব তাও অত্যন্ত খারাপ। রুঢ় বাস্তবতা হচ্ছে, এই সমাজ ধর্ষকের চে’ ধর্ষিতাকেই বেশি ঘৃণা করে। এটারও বদল হওয়া উচিত।
মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের দুইজন দাসী ছিল যাঁদের তিনি পতিতাবৃত্তিতে বাধ্য করেছিলেন। তাঁরা রাসুল ﷺ এঁর কাছে এ ব্যাপারে অভিযোগ করলেন।
আল্লাহ্ কোরআনে আয়াত নাজিল করে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ইসলাম চিরতরে পতিতাবৃত্তি নিষিদ্ধ করলো। পতিতাবৃত্তিতে বাধ্য করাকে ক্যাপিটাল পানিশমেন্ট এর আওতায় নেওয়া হলো।
এই দুই নারী সাহাবিয়্যা ছিলেন মুসাইকা রা. এবং উমাইমা রা.। ইমাম নববী রহ. ছয়জন নারীর নাম উল্লেখ করেছেন। যাঁরা পতিতাবৃত্তিতে বাধ্য হয়েছিল।
তাঁদের মর্যাদা ইসলামের দৃষ্টিতে সামান্যও কম নয়। তাঁরাও সেইসব মানুষের অন্তর্ভুক্ত যাঁরা কিয়ামত পর্যন্ত আগত উম্মতের পরবর্তীদের থেকে উত্তম।
এই ইসলাম- যে সমাজে বিদ্যমান সেই সমাজে পতিতাবৃত্তি, ধর্ষণের এত সয়লাব কী করে হয়! মাজলুম ধর্ষিতার প্রতি এই সমাজের মানুষের যে মনস্তত্ত্ব সেটাও তো জুলুমেরই শামিল।
সব জুলুমেরই হিসাব দিতে হবে। সব অবিচারের প্রতি প্রদর্শিত সমর্থনেরও! #সংগৃহীত