শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া (রহ.) সঠিক ইসলামী দল খুজে পাওয়ার একটি সহজ সূত্র বলে দিয়েছেন।
আর তা হলোঃ-
“যেকোন যুগে তুমি যদি সঠিক ইসলামপন্থী দলটি খুজে না পাও, তাহলে চিহ্নিত ইসলামাবদ্বেষী ও ইসলামের পরীক্ষীত শত্রুদের দিকে তাকাও। দেখো তারা কোন দলটির প্রতি সবচেয়ে বেশি ক্ষিপ্ত।
“
কারণ, সঠিক ইসলামি দল চিনে নিতে মুসলমানেরা ভূল করলেও ইসলামের চিহ্নিত শত্রুরা কখনো ভূল করে না।