প্রকৃত সালাফ কারা ??

প্রকৃত সালাফ কারা ??
” সালাফ ” নাম ধারণ করে যারা অতিরঞ্জন করে, তাদের অধিকাংশই জানে না যে, মূলত ” সালাফ ” কারা হবেন, তা নিয়েও বিশদ মতানৈক্য রয়েছে।
কারণ, কোর’আন এবং হাদিসের কোথাও সালাফ এর স্পষ্ট কোন সংজ্ঞা/বর্ণনা নাই। যার কারণে কেউ মনে করেন, সালাফ বলতে কেবল _ সাহাবা বুঝানো হয়। আবার কেউ মনে করেন সালাফ বলতে _ সাহাবা ও তাবেয়ী বুঝানো হয়। আবার কেউ মনে করেন সালাফ বলতে _ কুরুনে ছালাছা বুঝানো হয়। আর এটাই সর্বাপেক্ষা অধীক বিশুদ্ধ মত৷
তবে একটা মজার ব্যাপার হচ্ছে, কিছু সংখ্যক ভাইয়ের ধারণা যে, সালাফ বলতে তাদের মানহাজের নির্ধারিত কিছু শায়খ বুঝায়৷ এর বাহিরা সবাই খারেজী৷ এটা একটা অজ্ঞ ও বালখিল্য ধারণা৷
আরেকটা ব্যাপার হচ্ছে, সর্বাপেক্ষা প্রসিদ্ধ মতে কুরুনে ছালাছা ( সাহাবা+তাবেয়ী+তাবে’ তাবেয়ী) যদি সালাফ হন, তাহলে শীয়া খারেজীরা বাদে বাকি আমরা সবাই’ই সালাফী। কারণ, আমরা তো নিঃসংকোচে সাহাবা+ তাবেয়ী+তাবে তাবেয়ীদের মানি ও অনুসরণ করি ৷
বরঞ্চ কিছু স্বল্পসংখ্যক লোক সালাফী নাম নিয়ে তাবেয়ী/তাবেয়ে তাবীদের স্বীকৃত ইমামদের অনুসরণ করে না। বস্তুত, বিশুদ্ধ মতে উনারা আংশিক সালাফী হলেও পূর্ণ হতে পারে না। পরিপূরক হতে হলে সালাফদের ( মাজহাবের ইমামগণ সহ) সবাইকে নিঃসন্দেহে মেনে নিতে হবে৷
শেষকথা, কিছু সংখ্যক লোকের কাছে সালাফ এখন নির্ধারিত কিছু শায়খ সমন্বিত একটা চেতনার নাম । যারা সে’সব শায়খের গুণগান গাইবে, তারাই সালাফী। নচেৎ ভিন্ন কেহ সালাফী হতে পারবেন না ৷
আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সালাফিজম নির্ধারিত কোন শায়খ-মাশায়েখের অনুসরণের উপর ন্যস্ত বিষয় নয়। বরং, সকল সাহাবা, তাবেয়ী ও তাবেয়ে তাবীদের আহলে সুন্নাহের ইমামদের নিরংকুশ অনুসরণ ও তাদের বিশুদ্ধ আকিদা লালনের নাম হচ্ছে সালাফীজম।
সুতরাং, ব্যাপকার্থে আমরা আহলে সুন্নাহ ওয়াল-জামাতের সবাই সালাফী। সালাফিজম নির্ধারিত কোন গোষ্ঠীর বা শায়খদের উত্তরাধিকার সম্পত্তি না।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *