কেনো তারা বিয়ে করতে চায় না?

বিয়ে আগে করা কোন অপমানের কিছু না।আর বিয়ে কোন Fantasy না । বিয়ে মানে Responsibility আর Ability এর prove । বিয়ে মানে দ্বীনকে Half পূরণ করা । নিজের ইমানকে Strong করে নেয়া । বিয়ে মানে বাবার টাকায় না খেয়ে নিজে সামর্থ্যবান হওয়া। বিয়ে করা মানে আল্লাহর কাছে অধিক সম্মানিত হওয়া। বিয়ে করা মানে আত্মনির্ভরশীল হওয়া। বিয়ে করা মানে একজনকে নিয়ে বেঁচে  থাকা।

নিজের চরিত্রকে ঠিক রাখার,নিজের ইমানকে ঠিক রাখার গুরুত্ব যাদের নেই,তারা চাইলে বিয়ে না করেও থাকতে পারে। ৩০+ বয়স করে বিয়ে করা তাদের কাছে আধুনিকতার নতুন সংজ্ঞা। ২৫ বছরের মধ্যে বিয়ে করে নবি রাসুলদের অনুসরণ করা তাদের কাছে একটা সেকেলে মতবাদ।

তারা দাঁড় করায় হাজারো অজুহাত।আর এই যুক্তির রায় শেষ পর্যন্ত এইটাই সমাজ মানবে না,মানবে না বাবা মা,আত্মীয়রা কি বলবে,বন্ধুদের সামনে মুখ দেখাব কি করে! তারা সবাই মজা নিবে,তখন তো আর আমার দিকে কোন মেয়ে তাকাবে না, প্রেম করবে না, আমি নিতান্তই একজন বিবাহিত বলে পরিচিত হব।শেষ পর্যন্ত এইটাই বলে ইসলামের সব নিয়ম মানা সম্ভব না, সমাজ বলে তো কথা আছে!!

এরা সমাজ কে নিজেদের চলার ক্ষেত্রে প্রাধান্য দেয়, এরা সমাজ এর ইবাদাত করে আর নিয়মিত আল্লাহর সাথে শিরক করে চলেছে এই সব কথা বলার মাধ্যমে। বিয়ে এদের তেমন পরিবর্তন আনতে পারবে বলে আমি মনে করি না, তাদের জন্য বিয়ে দেরি করে করাই
ভালো। কারণ এরা হয় শারীরিক ভাবে অসুস্থ অথবা  তারা মানসিক ভাবে অসুস্থ নয়তো তারা শারীরিক আর মানসিক দুই ভাবেই অসুস্থ।

যে সমাজে দেরিতে বিয়ে হয় সে সমাজে Rape হবে, যেনা হবে এগুলোই স্বাভাবিক। সে সমাজে থেকে আপনি চিৎকার করে বিচার চাইবেন তা তো হবে না।

২০১২ সালের একটি জরিপ মতে :

–বাংলাদেশের স্মার্ট ফোনে ইউজারদের মধ্যে ৮২% ছাত্র মোবাইলে  porn দেখে।

–৪৩.৫% ছাত্র প্রেম করার জন্য মোবাইল ফোন ইউজ করে।

–৭৬% ছাত্র ক্লাসে বসে Porn দেখে।

— শুধু বাংলাদেশে ১ মাসে “Porn” লিখে Search করা হয়েছে ০.৮ মিলিয়ন বারের বেশি।

–“Sex” শব্দ Search দেয়া হয়েছে ২.২ মিলিয়ন বার।

–৩০ জুলাই ২০১৩ সালে, বাংলাদেশে সংবাদ সংস্থা (BSS),বাংলাদেশে Pornography এর উপরে জরিপ চালায় সেখানে বলা হয়,ঢাকায় প্রতি মাসে বিভিন্ন সাইবার ক্যাফে যে পরিমানে Porn Download করা হয় তার দাম ৩ কোটি টাকার মতো।

Information :
1.porn addiction of Bangladesh school going children’s (an investigate tv report)
http://bit.ly/2c0TR 1p
2.Let’s talk about porn-https://goo.gl/CBZQmF

এটা ছিলো সামান্য কিছু ধারণা। তাও ২০১২ সালের। এখন এর অবস্থা যে মারাত্মক তা আমরা খুব সহজেই অনুমান করতে পারছি।

এখন আপনি নিজেই বলুন, এদের কাছে বিয়ে করা মানে তো ঝামেলা ছাড়া আর কিছুই না।এরা কেনো তাহলে বিয়ে করতে যাবে।

যে সমাজে ৯০% মানুষ হস্তমৈথুনে অভস্ত্যত সে সমাজে দেরি করে বিয়ের কাজটা প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক।বাকি ১০% মানুষএর মতবাদ সেখানে জায়গা পাবেনা সেটাই প্রতিফলন এখন দেখা যায়।

এখন সমাজের একটা উল্টো চিত্র দেখা যায় সেটা হচ্ছে,,, কেউ যদি নিজেকে বাঁচানোর জন্য আগে বিয়ে করতে চায় তবে সে খারাপ, তার চারিত্র ভালো না আর যদি কেউ ৩০+ করে বিয়ে করে তখন বলে,, ” আরে দেখছো কতো ভালো ছেলে,নিজের পায়ে দারিয়ে তারপর বিয়ে করেছে”। সেই ভালো ছেলেটাই জীবনে কতো Relation করেছে সেটা সে খুব ভালো মতোই জানে।

ঢাকা মেডিকেল,বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে থাকলেই আপনি বুঝতে পারবেন।একসাথে বসে Porn দেখা সেখানকার স্বাভাবিক Topic। কেন তারাও তো ভালো তবে তারা কেন এর সাথে জড়িত?? (সবাই না তবে ক্যাম্পাসের একটি বড় দল করে থাকে)। তবে আলহামদুলিল্লাহ এর মধ্যে ভালো আছে যারা এসব এর সাথে জড়িত না।

আসল কথা হচ্ছে আমরা বিয়ের পরিবর্তে একটি সহজ আর বেশি উপভোগের জিনিস পেয়ে গেছি, প্রযুক্তির কল্যাণে। তাই দেশের শিক্ষিত একটা সমাজ এটাকে নিতান্তই একটা ঝামেলা,চাপের কারণ বলে মনে করে তারা তাই সেখানে আর ঝুকতে চায় না। অযথা উপার্জনের চাপ মাথায় নিতে চায় না।

Medical Science মতেও যখন আপনি উপযুক্ত বয়সে উপনিত হবেন আপনি নিজেই একজন Lifepartner এর খোঁজ করবেন কিন্তু আমরা খুঁজি GF/BF। অথচ কুরান আমাদের বলছে উপযুক্ত বয়েসে আসা মাত্রই বিয়ে করে ফেলতে আর যদি আপনার অভাব থাকে আল্লাহ তা নিজে সমাধান করে দিবেন। তিনি এই   দায়িত্ব নিজে নিয়েছেন। আমাদের উচিত শুধু আল্লাহর জন্য নিজের ইমানকে হেফাজত করার জন্য হলেও আগে থেকেই এর প্রস্তুতি নেয়া, দায়িত্ববান হতে শিখা।নিজের Responsibilities গুলো ছোট থেকেই ভালো মতো শেখা। নিজেকে Productive করা। কিন্তু আফসোস আমারা সেখানে সময় না দিয়ে সময় দেই GF/BF এর পিছে,বন্ধুদের সাথে আড্ডা,PUBG/Free Fire খেলে। অন্তত আল্লাহর জন্য হলেও আমরা সেগুলো বাদ দিয়ে ওই সময়টাতে যদি ছোট বেলা থেকেই বিভিন্ন Skills Development করি তাহলে ইনশআল্লাহ আমরা খুব কম সময়েই অনেক সামর্থ্যবান হয়ে যাবো আর বাকি টুকু কতো Earn করতে পারবেন এই সব এর জন্য আল্লাহর উপর ভরশা করা চাই। তার কাছে টাকার সমস্যা খুবই ছোট সমস্যা।

আমরা যে কাজই করি না কেন ভাই! আল্লাহ তার প্রতিটা কাজের হিসাব রাখছেন।কেন তাহলে আলোর পথকে বাদ দিয়ে অন্ধকারের পথকে বেছে নিচ্ছেন??২৫ এর মধ্যে বিয়ের কাজ সম্পাদন করে ফেলেন।ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের প্রতিটি কাজে সফলতা দান করবেন।

আর নয় অন্ধকারে পথ চলা, পথ হোক আলোতে চলা।❤️❤️

লেখকঃ Jahidul Islam

ইসলামিক অডিওবুকঃ

ইসলামিক অডিওবুকের পরিচালক অনেকদিন যাবত অসুস্থ। গত কিছুদিন যাবত বেশিই অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করুন সুস্থতার এবং গোনাহ মাফের। আস সালামু আলাইকুম

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *