রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে যে যুদ্ধ করেছেন তার তালিকা

গাযওয়াঃ যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে অংশগ্রহন করেছেন তাঁকে গাযওয়া বলে।

গাজওয়া গুলোর তালিকা

নংগাজওয়ার নামসনসংখ্যা
গাযওয়ায়ে আবওয়াসফর ২ হিজরী৬০ জন মুহাজির রা.
গাযওয়ায়ে বুওয়াত্বরবিউল আউয়াল বা সানী ২ হিজরী২০০ জন সাহাবা রা.
গাযওয়ায়ে উশাইরাজুমাদাল উলা ২ হিজরী২০০ জন মুহাজির রা.
গাযওয়ায়ে সাফওয়ান২ হিজরী
গাযওয়ায়ে বদরে কুবরারমজান ২ হিজরী৩১৩ জন সাহাবী রা.
গাযওয়ায়ে ক্বারক্বারাতুল কাদারশাওয়াল ২ হিজরী২০০ জন সাহাবী রা.
গাযওয়ায়ে ক্বাইনুকা২ হিজরী
গাযওয়ায়ে সাওয়ীক্বজিলহজ্ব ৩ হিজরী২০০ জন সাহাবী রা.
গাযওয়ায়ে গাতফান১২ই রবিউল আউয়াল ৩ হিজরী৪৫০ জন সাহাবী রা.
১০গাযওয়ায়ে নাজরানরবিউস সানী ৩ হিজরী৩০০ জন সাহাবী রা.
১১গাযওয়ায়ে উহুদ১৫ই শাওয়াল ৩ হিজরী৭০০ জন সাহবি রা.
১২গাযওয়ায়ে হামরাউল আসাদ১৬ই শাওয়াল ৩ হিজরী উহুদের ৩১৩ জন রা.
১৩গাযওয়ায়ে বনু নাযীররবিউল আউয়াল ৮ হিজরী
১৪গাজওয়াতে যাতুর রিক্বাজুমাদাল উলা ৪ হিজরী৪০০ জন সাহাবী রা.
১৫গাযওয়ায়ে বদরে মাওইদশাবান ৪ হিজরী১৫০০ সাহাবী রা.
১৬গাযওয়ায়ে দাওমাতুল জানদালরবিউল আউয়াল ৫ হিজরী১০০০ জন সাহাবী রা.
১৭গাযওয়ায়ে বনী মুস্তালিক্ব২ই শাবান ৫ হিজরী
১৮গাযওয়ায়ে খন্দক্বশাউয়াল ৫ হিজরী৩০০০ সাহাবী রা.
১৯গাযওয়ায়ে বনী কুরাইযাযিলক্বদ ৫ হিজরী
২০গাযওয়ায়ে লিহইয়ানরবিউল আওয়াল ৬ হিজরী২০০ সাহাবী রা.
২১গাযওয়ায়ে ক্বারাদরবিউল আউয়াল ৬ হিজরী৫০০ সাহাবী রা.
২২গাযওয়ায়ে খায়বারমুহাররাম ৭ হিজরী১৪০০ সাহাবী রা.
২৩গাযওয়ায়ে সুলেহ হুদাইবিয়া৬ হিজরী১৫০০ সাহাবী রা.
২৪গাযওয়ায়ে মূতা (১)জুমাদাল উলা ৮ হিজরী৩০০০ সাহাবী রা.
২৫গাযওয়ায়ে ফাতেহ মক্কারমযান ৮ হিজরী১০, ০০০ সাহাবী রা.
২৬গাযওয়ায়ে হুনাইনশাউয়াল ৮ হিজরী১২,০০০ সাহাবী রা.
২৭গাযওয়ায়ে ত্বায়েফশাউয়াল ৮ হিজরী১২,০০০ সাহাবী রা.
২৮গাযওয়ায়ে তাবূকরজব/শাবান ৯ হিজরী৩০,০০০ সাহাবী রা.
  • (১) মূতার যুদ্ধকে গাজওয়ার মধ্যে গণনা করা হয় অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বশরীরে সেখানে উপস্থিত ছিলেন না। মুহাদ্দিসীনে কেরাম এর কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি কারণ এই যে, এই যুদ্ধটি আল্লাহ্‌ তা’য়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শরাসরি দেখিয়েছিলেন এবং মাঝখানের সমস্ত পর্দা উঠিয়ে দিয়েছেন। পরিস্থিতি এমনটাই মনে হয়েছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বশরীরে সেখানে উপস্থিত রয়েছেন। সুবহানআল্লাহ্‌!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *