নামাজ পড়ুন

হয়ত ৫ বছর বয়সে একদিন আপনার খুব ঘুড়ি উড়াবার ইচ্ছা হয়েছিল। হয়ত আপনাকে উড়াতে দেওয়া হয়নি এবং বলা হয়েছিল একদিন ইচ্ছা পূরন হবে, এখন আপাতত থাক ।

.
ধরুন, আজ আপনার বয়স ৪০, আজ আপনার ঘুড়ি লাটাই সুতো সব আছে। মাথার উপর বিস্তীর্ণ আকাশটাও আগের মতই আছে।

কিন্তু আপনি কি আছেন আগের মতই ? আপনার আবেগ অনুভূতি গুলো কি আগের মতই আছে?

আজ ঘুড়ি উড়ালেও ঘুড়ি আকাশে উড়বে কিন্তু সেই শৈশব, সেই ফিলিংস, আবেগ বা আকাঙ্খা তো নাই আজ।

.
হুম একদিন সব হবে। সব স্বপ্ন পূরন হবে ইন শা আল্লাহ।

কিন্তু তখন আর সেটা আগের মত আকাঙ্খিত থাকবেনা, স্বপ্ন গুলোর পরিবর্তন হয়ে যাবে, অনুভুতি গুলোও থাকবে না। সামর্থ্য থাকবে, সাধ থাকবে না।

“এখন” থেকে “একদিন” এর মাঝে স্থায়ীভাবে হারিয়ে যাবে অনেক গুলো মূল্যবান সময় ও অনুভুতি ।

.
একটু সাহস করে, উদ্দমী হয়ে, ক্ষনিকের জন্য ঝড়ের মত চঞ্চল হয়ে, প্রবল জিদ ধরে যখন কার চাওয়া তখনই পূরন করে নেবার ব্যাপারে আল্লাহ তায়ালার উপর তাওয়াক্কুল রেখে নিয়ত ও প্রচেষ্টা করে তা বাস্তবায়ন করার রিস্ক নেওয়া হোক না !

তাতে যদি পারিপ্বার্শিক সবকিছু ক্ষণিকের জন্য এলোমেলো হয়েও যায় তবুও আবার, ‘একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, সব এলোমেলো আবার গুছিয়ে যাবে’

মাঝ খান থেকে আপনার মুল্যবান কিছু সময় হারিয়ে যাবেনা, স্বপ্নেরও পরিবর্তন হবেনা।

ইন শা আল্লাহ ভাগ্য সাহসীদের পক্ষে রায় দেয়। নিয়ত সৎ হলে আল্লাহ তায়ালা কে ভরসা করে রিস্ক নেওয়া জানতে হবে।

.
জীবন খুবই ছোট্ট। বহমান সময় বাঁচাতে, এখানে মাঝে মাঝে সিনক্রিয়েট করা জানতে হয়, শিখতে হয়।

সিনক্রিয়েট করে যদি বৈধ কিছু হয়, ভাল কিছু হয়, সময় গুলোর যথার্থ ইউটিলাইজ হয় তো মাঝে মাঝে সিনক্রিয়েটই ভালো।

নিজের প্রয়োজনের ব্যাপারে নিজেই কথা বলতে শিখুন, স্বার্থপর দুনিয়াই কেউই আপনার প্রয়োজনের কথা ভাববে না। আপনার জীবনের মূল্যবান সময়ের অপচয় হয়ে গেলেও কারোর কোন যায় আসবেনা, কিন্তু আপনার আসবে। তাই সাহসী হউন, রিস্ক নিন।

.
ধৈর্য্যের ব্যাপারে মানুষের একটা ভুল ধারনা আছে। কোন ব্যাপারে মানুষ যদি আগেই দুয়া করে যে
“আল্লাহ এই ব্যাপারে আমাকে ধৈর্য্য দাও” তো আল্লাহ তায়ালা ধৈর্য্যে হয়ত এমন বরকত দিবেন যে ধৈর্য্যই বাড়তেই থাকবে শুধু।

বরং চাওয়ার টেকনিকটা এমন হওয়া উচিত –

“আল্লাহ তুমি আমাকে এটা এক্ষুনি দাও, আমি এটা এখন পেতে পছন্দ করি। তবে যদি কোন নির্দিষ্ট সময় পর তা পাওয়া আমার জন্য কল্যানকর হয় তবে ঐ সময় পর্যন্ত আমাকে ধৈর্য্য দান করো।

কিংবা যদি আমার জন্য এর থেকে আরো ভাল প্ল্যান করে রাখো সেই প্ল্যান বাস্তবায়ন করা পর্যন্ত ধৈর্য্য দাও।
এর থেকে পরকালে উত্তম প্রতিদান থাকলে ইহার ব্যাপারে আমার মনযোগ দূর করে দাও। নিশ্চয় তুমিই উত্তম জানো, নিশ্চয় তোমার পরিকল্পনায় উত্তম , আর এমন কোন কিছুতে আমার মন আকৃষ্ট করোনা যা আমার জন্য নির্ধারণ করোনি”

.
আমার রব তো একান্ত আমারই। যা মনে আসে তাই বলব, যা ইচ্ছে তাই চাইব।

ইচ্ছে গুলি, যেগুলি কাউকে বলার মত নয়, স্বপ্ন গুলি যা হয়ত পূরণ হবার অনুকুলে পরিস্থিতি নেই সেগুলোও তাকেই বলুন যিনি চাইলে যেকোন সময় পরিস্থিতি বদলে দিতে পারেন, আপনার অনুকুলে করে দিতে পারেন ।

“Pray until your situation changes. Miracles happen every day, so never stop believing. Allah can change things very quickly in your life.”

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *