অনেকেই জানতে চান আমার চ্যানেলের ভিডিও সে অন্য বা তার নিজের চ্যানেলে আপলোড করতে পারবে কি না।
আমার উত্তরঃ আমার প্রায় সব ভিডিওই আমি শেয়ার রি আপলোডের অনুমতি দিয়ে রেখেছি। কিন্তু এখানে একটি সমস্যা হলো আমি যখন বইয়ের অডিও করার অনুমতি নেই তখন আমি শুধু আমার চ্যানেলে প্রচারের অনুমতি নেই। তাই আমার অনুরোধ থাকবে আপনি অনুবাদগুলো আপলোড করুন কিন্তু অডিওগুলো ইউটিউব ছাড়া অন্যসব জায়গায় আপলোড করে শেয়ার করুন। কারণ ইউটিউব এ এগুলো প্রচারের অনুমতি শুধু আমি নিয়েছি। এখন আপনি যদি ব্যাকআপ রাখার জন্যে আপলোড করতে চান তাহলে প্রাইভেট বা আনলিস্টেড করে আপলোড করুন। তবে হ্যা, দয়া করে আমার চ্যানেলের ভিডিও ব্যবহার করে উপার্জন করবেন না। এতে আমার চ্যামেলের ক্ষতি হতে পারে কপিরাইট ক্লেইমের কারণে। আর যেহেতু ইউটিউব থেকে ইনকাম নাজায়েজ তাই ইউটিউব থেকে ইনকাম করাই উচিত না।