আহলে হাদিস কেনো এতো উগ্র!

এই লেখাগুলো পড়ে কষ্ট ছাড়া আর কিছুই পাইনি(তার জন্যে কষ্ট হয়)। হিদায়াত খুবই দামি জিনিস।

.
সমাজ আমার থেকে কিছু আশা নাই করতে পারে কারণ আমরা সমাজের জন্যে কোনো কাজ করি না। আমাদের দাওয়াত আল্লাহ ও তার রাসূলের (সাঃ)
এর পথে। যে বইগুলো উনার কাছে অপছন্দ লেখেছে!

.
-নবীয়ে রহমত – সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. (মাকতাবাতুল হেরা)
(এটাও মানুষ অপছন্দ করতে পারে? এই বই দিয়ে কি নিজের দলে ডাকা যায়?)
.
-প্রচলিত ভুল – মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া
((এটাও মানুষ অপছন্দ করতে পারে? এই বই দিয়ে কি নিজের দলে ডাকা যায়? এটা দেখে আমি মনে করি আহলে হাদিসরা খুশি হওয়ার কথা! তারা না বিদআত-রুসম এর নির্মুল করতে চাই? ))
.
-এসব হাদিস নয় ১,২ – মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া
(এটাও মানুষ অপছন্দ করতে পারে? এই বই দিয়ে কি নিজের দলে ডাকা যায়? এটা দেখে আমি মনে করি আহলে হাদিসরা খুশি হওয়ার কথা! তারা না বিদআত-রুসম এর নির্মুল করতে চাই?)
.
-ইসলাহী নেসাব – মাকতাবাতুল আশরাফ
(এটা দেখে আমি মনে করি আহলে হাদিসরা খুশি হওয়ার কথা! তারা না বিদআত-রুসম এর নির্মুল করতে চাই?)
.
-তাওযিহুল কোরআন – মাকতাবাতুল আশরাফ
(এটাও মানুষ অপছন্দ করতে পারে? এই বই দিয়ে কি নিজের দলে ডাকা যায়?)
.
-রিয়াযুস সালেহীন ১,২,৩ – মাকতাবাতুল আশরাফ (এটাও মানুষ অপছন্দ করতে পারে? এই বই দিয়ে কি নিজের দলে ডাকা যায়? এটা তো আহলে হাদিসদের পছন্দের কিতাব!).
.
-ঈমান সবার আগে – রেহনুমা
(এটাও মানুষ অপছন্দ করতে পারে? এই বই দিয়ে কি নিজের দলে ডাকা যায়? ঈমান শুদ্ধ করতে চাইলেও বুঝি আহলে হাদিসরা ক্ষেপে যায়?)
.
-সলাতুন নবী স.- মাকতাবাতুল আবরার
(এটাও মানুষ অপছন্দ করতে পারে? এরাই না চায় মানুষ সালাত আদায় এর শুদ্ধ নিয়ম হাদিসের মান, হাদিসের তাখরিজ-তাহকিক সহ জানুক? নাকি শুধু দলান্ধতা?)
.
-সহীহ হাদীসের আলোকে: হানাফীদের নামায – Darul Quran
(এরাই না চায় মানুষ সালাত আদায় এরশুদ্ধ নিয়ম হাদিসের মান, হাদিসের তাখরিজ-তাহকিক সহ জানুক? নাকি শুধু দলান্ধতা?)
.
-কিতাবুস সুন্নাহ – মুফতি মনসূরুল হক
(এখানেও আপত্তি?)
.
-ইসলামী জীবনব্যবস্থা – মুফতি তারেকুজ্জামান
(এই কিতাবে তো তাদের আকিদাই বর্ণনা আছে! নাকি সামগ্রিক ইসলাম নিয়ে আলোচনা করায় তারা ক্ষেপে যায়!)
.
-সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন (২ খন্ড)
(এসব বইয়ে কি ভাবে মানুষকে আমার দলে আনা যায় আমি সত্যিই জানি না!)
.
জান্নাতের গেইটের তালা খোলার চেষ্টা করে যখন নিজেকে কনফার্ম জান্নাতি ভাববেন তখন আর বুঝানোর সাধ্য নেই। যেহেতু ইন্টারফেয়ার করতে নিষেধ করেছেন আশা করি আল্লাহর কাছে দায় মুক্তি পেয়ে যাবো ইনশা আল্লাহ। আমি দাওয়াহ দিয়েছিলাম, হতে পারে আমার দাওয়াহ দেয়ার কৌশলে সমস্যা ছিলো। আল্লাহু আ’লাম। হিদায়াত একমাত্র আল্লাহর হাতে।
.

BTY উনি আমাদের এলাকার প্রথম আহলে হাদিস। (আলহামদুলিল্লাহ্‌ এখনো এই ফিতনার প্রভাব বিস্তার ঘটেনি)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *