“ইতিহাসের আবরণে বর্ননা করা অনেক কিছুই সত্যিকার ইতিহাস নয়। মনগড়া কাল্পনিক কথা এবং বিদ্বেষের ছড়াছড়িতে অনেক কিছুই ইতিহাসের রুপ ধারণ করেছে এবং কালক্রমে এগুলোই ইতিহাসের পাতায় স্থানান্তরিত হয়ে ইতিহাস নামে আমাদের চিন্তা চেতনায় স্থায়ী আসন পেতে বসেছে এবং এগুলোই আমরা ইতিহাস পড়ে বিশ্বাস করে আসছি।” – মাওলানা আবুল কালাম আযাদ
অমুসলিম ঐতিহাসিক, কবি, লেখকদের মুসলিম বিদ্বেষী মনোভাব থেকে তৈরী করা ইতিহাসের প্রতি চ্যালেঞ্জ স্বরূপ গ্রন্থটির নাম “চেপে রাখা ইতিহাস” লিখেছেন আল্লামা গোলাম আহমেদ মোর্তুজা। ভারত বর্ষের সঠিক ইতিহাস জানতে পড়ুন গ্রন্থটি জানুন সঠিক ইতিহাস। ডাউনলোড করুন https://is.gd/chepejawaitihash