কিছুদিন আগে পাকিস্তানে কোর্টের মধ্যে এক নবী দাবিদারকে একজন মুহিব্বে নবী উড়িয়ে দিয়েছে,ফালিল্লাহিল হামদ। বরাবর দেখা যায় যখনই কোনো শাতিম,নবী দাবিদার এদেরকে কেউ উড়িয়ে দেয় তখন একশ্রেণির secularist apologetic moslems এগিয়ে আসে এর বিপক্ষে কথা বলতে। আল্লাহ ত’আলা এদের কপালে হিদায়াত লিখে রাখলে দ্রুতই দিয়ে দিন-আমিন।
.
মাওলানা গুনভী(হাফি.) এর এক বয়ানে একটা সুন্দর কথা শুনেছিলেন (ইউটিউবে) যে তোর বুকের পাটা না থাকলে তুই চুপ থাক যার আছে হেরে বাধা দেস কিল্লাই?
.
that’s the very point. যাই হোক আল্লামা মানযুর আহমেদ মেংগেল (হাফি.) পাকিস্তানে এ বিষয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে যা বলেছেন তার ভিডিওটা শেয়ার করছি। স্পষ্ট কথা এবং পারফেক্ট ম্যাসেজ।
.
https://youtu.be/M6lOMwTZ6q4
.
আরেকটা বিষয় হল শাতিমুর রাসূল বা রাসূলের শানে গোস্তাখী কারনেওয়ালাদের শাস্তি সম্পর্কে ইমাম ইবন তাইমিয়্যাহর(রাহ.) মাস্টারপিস বই হচ্ছে “আস সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল”।
মূল বইটা বড়। ইমাম মুহাম্মাদ ইবন বালী আল হানবলী(রাহ.) এর একটা সংক্ষিপ্তসার তৈরি করেছেন যা অনুবাদ আকারে পাওয়া যায়।
.
বইটা নুসুস পাবলিকেশন্স প্রকাশ করেছে। আমি মনে করি কমবেশি সবারই এটা সংগ্রহে থাকা উচিত,পড়া উচিত এবং বিতরণ করা উচিত সাবধানতার সাথে। মানুষের আক্বীদাহ অন্তত ঠিক থাকুক।
.
বলতে গেলে একই টপিকে আরও প্রাচীন ইমাম কাযি ইয়ায আল মালিকীর(রাহ.) কিতাব “আশ শিফা বি তারিফি হুকূকিল মুস্তাফা” রয়েছে। আশ শিফার শেষের দিকে শাতিমুর রাসূলের বিধান সম্পর্কে আলোচনা পাবেন যেখানে ইমাম মালিক,সাহনূন,ইবনুল কাশিম,আসরাম(রাহ.) প্রমুখ ইমামগণের মতামত সাবলীলভাবে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।
.
যারা জানেন না তাদের জানিয়ে দেই যে আশ শিফা বইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেক আগেই অনূদিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ সহজলভ্য। অবশ্য অনুবাদ কিছুস্থানে চাঁছাছোলা হয়ে গেছে। কিন্তু আমি যতটা মিলিয়ে দেখেছি ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ।
.
তো এ বিষয়ে একটা প্যাকেজ দিলাম।যার যার পড়ার ইচ্ছা আছে এগিয়ে যান। শাতিমুর রাসূলের বিধান জানা ও বোঝা ঈমানের সাথে সম্পৃক্ত একটি আবশ্যিক জ্ঞান। এক্ষেত্রে ভুলধারণা পোষণের কোনো অবকাশ নেই। #মানজারুল_কারিম