?আমার লেখাঃ
অনেকেই আমি যখন আহলে হাদিসদের ব্যাপারে কোনো লেখা লিখি তখন কমেন্টে আহলে হাদিস আলেমদের লেকচারের লিংক দিয়ে বলেন যে এই যে দেখুন তারা আপনার জবাব দিয়ে দিয়েছে।
.
এই কথায় একটা বড় সমস্যা হলো আপনি মনে করেন আমি সব সময় হানাফী ছিলাম। যা সম্পর্ণ ভুল! আমি জাকির জায়েক কে ফলো করতাম, তারপর আহলে হাদিসদের তার পর সালাফীদের, তারপর বিভিন্ন মাজহাব নিয়ে অল্প পড়াশোনা করেছি তবে হানাফী সম্পর্কে বেশি জানার সুযোগ হওয়ার শেষে হানাফী হইয়ে যাই। আহলে হাদিস থাকার কারণে তাদের লেকচার-বই প্রায় সবই পড়া আলহামদুলিল্লাহ্। তাই আপনার এই সব লিংক আমার কাছে কোনো প্রমাণ না। আপনি সঠিক এটা প্রমান দিতে হবে সালাফদের থেকে, সালাফদের ব্যাখ্যা থেকে। আপনি নিজের আকিদা সালাফী বলেন, তাহলে একটা সালাফদের কিতাবে আপনার আকিদা দেখান দেখি? অনুবাদ না, মূল কিতাবে দেখাতে হবে। অনুবাদ আমি আমার মতো করলে আপনি ধরতে পারবেন?
.
আমার আহলে হাদিস-সালাফী থেকে বের হয়ে আশার উপায় হলো আমি তাদের বই ছাড়াও অন্যদের বই যখন থেকে পড়তে থাকি তখন থেকে। আমি যখন শুধু আহলে হাদিস/সালাফীদের কিতাবগুলো পড়তাম, লেকচার শোনতাম তখন দেখিতাম তারা সব ঠিক কথা বলছে, তারা তাদের অনুবাদ বা তাদের প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ে মাজহাব এর বিরুদ্ধে যা বলতো সব সঠিক পেতাম তাই মাজহাবীদের ভ্রান্ত মনে করতাম। কিন্তু একটা সময় যখন শুধু তাদের প্রকাশনী বা শাইখদের বাইরের বই পড়তে শুরু করলাম তখন দেখলাম তারা যা বলেছে মাজহাবীদের ব্যাপারে তার কোনটাই মাজহাবীদের বইয়ে এভাবে নেই! হয় তারা আগে-পিছ বাদ দিয়েছে, নয় তারা নিজের মন মতো অনুবাদ করেছে! আরো একটি বিষয় হলো আরব উলামা এবং প্রথম লেভেলের সালাফী আলেমদের যে কতোগুলো তারা বলতো তার প্রায় সবটাই হয় আগে-পিছে বাদ দিয়ে বলা নয়, মনমতো অনুবাদ করা। আর কিছু চমৎকার যুক্তি! যেমনঃ রাসূল (সাঃ) কোন মাজহান মানতেন? সাহাবীরা কোন মাজহাব মানতেন? আবু হানিফা কোন মাজহাব মানতেন? বুখারি-মুসলিম ইত্যাদি ইমামেরা কেনো মাজহাব ছেড়ে দিয়েছেন বা কোন মাজহাব মানতেন? ইবনে তাইমিয়া কোন মাজহাব মানতেন? কোরআন বা হাদিসে কোথায় মাজহাবের কথা আছে ইত্যাদি নানা চমৎকার যুক্তিক প্রশ্ন তারা মানুষের মাথায় ঢুকিয়ে দেয়! (আচ্ছা এই প্রশ্নগুলোর জবাব জানেন আপনি?) আর এই প্রশ্নগুলো যেহেতু যৌক্তিক তাই যদি আপনি চিন্তাশীল না হন তাহলে তারা যা বলেই তাই আপনার ঠিক মনে হয়।
.
তাদের প্রকাশিত যে বইগুলো একাধিক প্রকাশনী থেকে বের হয়েছে আপনি শুধু সেই বইগুলো দেখুন এবং এগুলোর মাঝে অমিল গুলো দেখুন! একই বই কিন্তু একেক জায়গায় একক রকম অনুবাদ! আবার এই বইগুলোর মূল আরবী বই নিয়ে একজন আরবী জানা মানুষের কাছে যান এবং তাকে বলুন এই বইগুলো অনুবাদ করে আপনাকে জানাতে! আর দেখুন আহলে হাদিসদের অনুবাদ আর তাদের অনুবাদে কি পরিমাণ ভ্রান্তি!
.
.
এরা বই লিখেছে
বই নিজেরা অনুবাদ করেছে
নিজেদের প্রকাশনী থেকে বই ছাপিয়েছে
অল্প দামে তা বিক্রি করেছে
পিডিএফ করে ফ্রি ছেড়ে দিয়েছে
অনলাইনে সবার হাতে হাতে পৌছিয়ে দিয়েছে
এপ তৈরি করে তা আরো সজহ করে দিয়েছে
তাদের লেখা ফেসবুকে বড়পুর
তাদের লেকচারে ইউটিউব ভরপুর!
.
এবারে তারা তাদের মতামত প্রচারে যখনই রেফারেন্স দেয়, তখনই আপনি তাদের বই-লেকচারেই খুজে দেখেন! কারণ আপনি জেনারেল শিক্ষিত তাই আপনার আলেমের সাথেও সম্পর্ক নেই আবার আলেমের সাথে কথা বলার আদব কায়দাও নেই! তাই আপনি গিয়ে ইন্টারনেটে খুঁজেন আর ইন্টারনেটে যা পান তাও তাদের থেকেই পান! মূল সোর্স জানার জ্ঞান আপনার নেই তাই আপনি শেষে যাই করেন না কেনো জানতে হয় তাদের থেকেই আর এভাবেই আপনি একই বৃত্তে বার বার আবর্তিত হতে থাকেন। আপনাকে তাদের ঠিকও তাদের কাছেই খুঁজতে হয়, তাদের ভুলও তাদের কাছেই খুজতে হয়। তাদের বিরোধীদের ভুলও তাদের কাছেই খুঁজতে হয় আর ঠিকও তাদের কাছে জানতে হয়! আর এইভাবেই আপনি যেদিকেই জান, শুধু তাদেরই সঠিক খুঁজে পান! কারণ আপনার কাছে যা কিছু আছে সব কিছুই তাদের!