মধ্যমপন্থাটা ইসলাম হবে না, ইসলামটাই হচ্ছে মধ্যমপন্থা।

বিশ্বাসটা এমন হবে না যে,

  • রাসূল (সাঃ) ভালো ব্যবহার করবেন বরং বিশ্বাস হবে রাসূল (সাঃ) যে ব্যবহার করবেন তাই ভালো।

– মধ্যমপন্থাটা ইসলাম হবে না, ইসলামটাই হচ্ছে মধ্যমপন্থা।

খ্রিষ্টান মিশনারিদের দাওয়াতের একটি নীতি হচ্ছে কোনো ভাবেই প্রকাশ্যে উচ্চবাচ্য করা যাবে না। কঠিন-শক্ত ব্যবহার করা যাবে না। ব্রিটিশদের শিক্ষানীতির মাধ্যমে শেখানো ভালো ব্যবহারের মানদন্ডের সাথে মিলে এমন ভালো ব্যবহার সকলের সাথে প্রকাশ্যে করতে হবে। নিজেকে নরম মনের মানুষ হিসেবে পরিবেশন করতে হবে। মনের পশু কোরবানিই বড় কোরবানি ধরণের ভাব থাকবে। ভালো ব্যবহারের মাধ্যমে কি তারা আপনাকে খ্রিষ্টান বানাতে চাই? না, মুটেও না। তারা প্রথমে তাদের তৈরি নৈতিকতার মানদণ্ড শেখাবে। শিক্ষাব্যবস্থা, মিশনারী দাওয়াহ, এনজিও ইত্যাদির মাধ্যমে। তারপর আপনারা যখন চলে যাবেন তখন আপনাদের সন্তানেদের কাছে শুধু মানদণ্ড থাকবে তাদের শেখানো মানদণ্ড। আর ঐ মানদন্ডে যখন মুসলিমদের রাসূল মুহাম্মাদ (সাঃ) এর আচার-আচরণ ফেলা হবে তখন দেখা যাবে মুসলিমদের রাসূলের আচরণ ছিলো ভয়ংকর! তিনি মানুষ হত্যা করেছেন। পশু(প্রানী) হত্যার আদেশ করেছেন। তার সাহাবী (রাঃ) দের কাফিরদের বানিজ্য কাফেলা লুট করতে পাঠিয়েছেন। তার আদেশে মুরতাদের গর্দান উডিয়ে দেয়া হয়েছে। তার আদর্শের খলিফাগণ (রাঃ) চুরের হাত কেটে দিতো, যিনার জন্যে বেত্রাঘাত করতো, ব্যভিচারের জন্যে পাথর মেরে হত্যা করতো মানুষ! কেমন খুনি মুসলিমেরা চিন্তা করেছেন আপনি? আরো শোনবেন? মুসলিমদের কোরআন এ মানুষকে পশুর থেকেও খারাপ বলা হয়েছে! যুদ্ধে যেখানে কাফির পাবে হত্যা করতে হবে নির্দেশ দিয়েছে! মুসলিমদের নবী মুহাম্মাদ (সাঃ) হাদিসে বলেছেন, জান্নাত তরবারির ছায়ায়! তাকে প্রেরণ করা হয়েছে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মেনে না নেয়! এই মুসলিমদের হাদিসে আছে তারা ইহুদি জাতিকে যুদ্ধের মাধ্যমে পৃথিবী থেকে শেষ করে দিবে! আরো বলবো?

থাক, আর না বলি। আপনাকে কে ভালো ব্যবহারের মানদণ্ড শেখানো হচ্ছে তাতে সমস্যা আছে। আপনি যে মানদণ্ড এর সাহায্যে মুসলিমদের আচরণ মাপছেন তাতে সমস্যা আছে। কেউ আপনাকে শিরক করার আহবান করছে আর আপনি তাকে “গাধার বাচ্চা” বলেছেন তাহলে কমই বলেছেন। সাহাবীরা থাকলে হয়তো তার গর্দান উড়িয়ে দিতেন।
.
ভালো ব্যবহারও এখন একটি ফিতনা। ফিতনার দিন! কঠিন ফিতনার দিন এখন। পরীক্ষা আর পরীক্ষা!

সাবধান!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *