মাজলুম ফরজ নিয়ে একাডেমিক কোনো বইয়ের কথা জানতে চাইলে এতদিন সবার মুখে মুখে একটা বইয়ের নামই ভাসত, মাওলানা যাকারিয়া আবদুল্লাহ হাফি. অনূদিত ইমাম আবদুল্লাহ ইবনু মুবারক রহ.-এর সেই অপ্রতুল বইটি যাতে মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক হাফিজাহুল্লাহ সারগর্ভ ভূমিকা লিখেছিলেন।
যুগ পাল্টেছে, চাহিদা বদলেছে। এখন মানুষ অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। মাজলুম ফরজ সংশ্লিষ্ট প্রতিটি বিধানের ব্যাপারে রাসুল ﷺ থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিসের আলোকে বিস্তারিত জানতে চায়, বুঝতে চায়, সর্বোপরি মানতে চায়।
উম্মাহর এই ক্রান্তিলগ্নে, মাজলুম ফরজ নিয়ে বাংলাদেশে অনলাইন-অফলাইনে যেসব আলিমদের স্বর এখনো সমুন্নত, তাঁদের মধ্যে শাইখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ অন্যতম।
ইসলামের এই মাজলুম ফরজ বিধান ও তার উপযোগিতা বর্ণনার ব্যাপারে শুরু থেকেই তিনি হিকমাহ-মাসলাহাত ইত্যাদির দোহাই দিয়ে তাতে কোনোপ্রকার কাটছাঁট করে তা উম্মাহর সামনে পেশ করেননি (যেমনটা আজ বিশ্বে সেলিব্রিটি দায়িদের অহরহ করতে দেখা যায়)। এজন্যে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অপশক্তির কাছে উনাকে নাজেহাল হতে হয়েছে, উনার স্বাভাবিক জীবনযাত্রায় তাদের সাধ্যানুযায়ী বাধা দেওয়া হয়েছে, সর্বোপরি উনাকে দমনের সব চেষ্টাই করা হয়েছে-হচ্ছে।
তবুও, রবের সুউচ্চ বিধানের ব্যাপারে যে স্বর সমুন্নত থাকে, তা দমানোর সাধ্যি কার!
উম্মাহর কাছে মাজলুম ফরজ বিধানের বার্তা সুস্পষ্টভাবে পৌঁছে দিতে বিশুদ্ধ হাদিসের সংকলন তার এই ‘জান্নাতের সবুজ পাখি’ বইটি।
এতে তিনি দুর্বল বা বিশুদ্ধ নয় এমন কোনো বর্ণনাই আনেননি, যেন নববি বর্ণনা থেকে বিশুদ্ধসূত্রে মানুষ মাজলুম ফরজের ব্যাপারে বিস্তারিত জানতে পারে, আবার নিজের কোনো ব্যাখ্যাও এতে জুড়ে দেননি, পাছে কিছু লোক ‘খারিজিদের রচনা’ বলে অপপ্রচার চালানোর অবকাশ না পায়।
মোটকথা, ‘ব্যক্তি আলী হাসান উসামা’র চিন্তাধারার কিছু নেই এতে, পুরো বইটিই বিশুদ্ধ হাদিসে রাসুল ﷺ-এর ভিত্তিতে রচিত। প্রত্যেক মুসলিমের জন্য বইটি ইসলামের মাজলুম ফরজ বিধানকেন্দ্রিক একটি এনসাইক্লোপিডিয়া হিসেবে কাজ করবে বলেই আমাদের বিশ্বাস।
বইটির প্রি-অর্ডার চলছে। নিজের পছন্দসই অনলাইন শপে যোগাযোগ করতে পারেন কিংবা কালান্তর প্রকাশনীর পেইজেও মেসেজ দিতে পারেন।
~ একনজরে:
জান্নাতের সবুজ পাখি
বইয়ের সূচি: http://shorturl.at/aklpV
পৃষ্ঠাসংখ্যা: ৩০৪
প্রি-অর্ডার মূল্য: ২৪৭/=
কুরিয়ার চার্জ: ৪০/=
কালান্তর প্রকাশনী
https://www.facebook.com/kalantorprokashoni
আল্লাহ ﷻ সবাইকে শাহাদাতের সম্মানিত মৃত্যু নসিব করুন এবং জান্নাতে সবুজ পাখি হয়ে বিচরণের তাওফিক দিন।
আমিন ইয়া রাব্বাল আলামিন।