সমকামী আইন সংস্কারের ধাপসমূহঃ
১. হুদুদ বাতিল করা। <ইতোমধ্যে অনেক মুসলিমই হুদুদকে বর্বর, যুগের অনুপযোগী মনে করেন।>
২. সমকামী আচরণকে বৈধ করা। সমকামী আচরণকে অপরাধ মনে না করা।
৩. সমকামীদের মেলামেশার জায়গা (যেমনঃ গে ক্লাব, গে বার ইত্যাদি) বৈধ করা।
৪. সমকামীদের নিরাপত্তার জন্য আইনী অবস্থান তৈরি করা।
৫. সমকামী বিয়ে বৈধ করা।
৬. ঘৃণাবাচক মন্তব্য (hate speech) উপর আইন প্রণয়ন করা। <যারা LGBT এর বিরুদ্ধে কথা বলবে তাদের ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া। তাদেরকে অপরাধী (যেমনঃ সন্ত্রাসি/জঙ্গি, মৌলবাদী ইত্যাদি) হিসেবে দেখানো।>
৭. শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে LGBT-শিক্ষা বাধ্যতামূলক করা।
৮. লিঙ্গ-নিরপেক্ষ বাথরুম, লিঙ্গ-নিরপেক্ষ সর্বনাম ইত্যাদি তৈরি করা।
৯. সন্তানের উপর পিতামাতার অধিকার সীমাবদ্ধ করা। স্কুলের LGBT শিক্ষার কারণে কোনো শিশু হরমোন থেরাপি করতে চাইলে বা সেক্স পরিবর্তন করতে চাইলে তাতে স্বাধীনতা প্রদান করা। কোনো পিতামাতা তার বাচ্চার সেক্স পরিবর্তনে বাধা দিলে তা অপরাধ (শিশু নির্যাতন) হিসেবে গন্য করা।
১০. অবশিষ্ট আইনী সীমাবদ্ধতা অপসারণ করা। <এর মাধ্যমে সকল সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সমকামীদের মর্যাদা নিশ্চিত করা এবং সকল প্রকার বৈষম্য দূর করা।>