আমি প্রায় সকল ইসলামি দল-মতের কোরআন সুন্নাহ এর পক্ষের কাজকে সমর্থন করি যতক্ষণ না তারা এমন কোনো বিদআত করছে যা কুফর পর্যায়ের।

আমি প্রায় সকল ইসলামি দল-মতের কোরআন সুন্নাহ এর পক্ষের কাজকে সমর্থন করি যতক্ষণ না তারা এমন কোনো বিদআত করছে যা কুফর পর্যায়ের। আমি না কওমী, না জামাতী আর না শিন্নি (!) আমি মুসলিম মাপি(কতোটুকু ভালোবাসবো, সমর্থন করবো) “আহলে সুন্নাহ ওয়াল জামাতের” আকিদা দিয়ে যা ইমাম তহাবী রহ. আমাদের কাছে পৌছিয়ে দিয়েছেন। আকিদার ব্যাখ্যাতে গ্রহণযোগ্য ৩ উসূলি ধারাকেই সমর্থন করি। ৩ উসূলি ধারার বাইরে যতো দল-মত এর আকিদা আছে তার সব কিছুকেই ভ্রান্ত বলে বিশ্বাস করি। তবে তাদের দুনিয়াবি শাস্তি শুধু মাত্র কাযী দিতে পারবেন বলে বিশ্বাস করি এবং তাদের অন্য কোনো ধরণের শাস্তিকে আমি ইসলামি ধারায় সমর্থন যোগ্য মনে করি না(যেমনঃ কিছুদিন আগে আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার)। তবে হ্যাঁ, ইলমি ময়দানে ভ্রান্তদের সমালোচনা করা যায় এবং তাদের আকিদার ভ্রান্তি স্পষ্ট করা আলেমদের দায়িত্ব বলে বিশ্বাস করি। আর যারা কাফের হওয়ার মতো কুফুরী করেছে তাদের মুসলিম বলে বিশ্বাস করি না। যেমনঃ কাদিয়ানী, হেজবুত তাওহীদ, শিয়া(সাধারণ) ইত্যাদি। আশা করি এর পরেও বার বার আমার ব্যাপারে এসব নিয়ে প্রশ্ন করবে না। আমি সব মত থেকেই মাঝে মাঝে কর্ম প্রচার করি এর মানে এই না যে আমি তাদের সমর্থক। যেহেতু তারা মুসলিমদের মাঝেই আছে তাই তাদের ঘৃণা করা আমার পক্ষে সম্ভব না, তবে তাদের বিদআতি কর্মকে আমি অবশ্যই ঘৃণা করি এবং মাঝে মাঝে এসবের বিরুদ্ধেও লিখি-বলি। জাযাকাল্লাহু খয়রান। আরো বিস্তারিত জানতে হলে চ্যানেলের ২ মাস আগের লেখাগুলো দেখতে পারেন ইনশা আল্লাহ্‌।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *