চারপাশ জুড়ে যখন অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়েছে আকাশ ঠিক সেই মুহূর্তে সুস্থ বিনোদনের লক্ষ্যে, সুষ্ঠু সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে, বড়ো ভাই হয়ে ছোটদেরকে কিছু নাসিয়াহ দেওয়ার জন্যে, একটু মুক্ত বাতাসের সন্ধান দেওয়ার জন্যেই ‘মুক্ত বাতাসের খোঁজে’ গ্রুপের পথচলা। আর তারই একটি অবিচ্ছেদ্য অংশ- গতমাস থেকে প্রকাশিত হওয়া এই ম্যাগাজিন- ‘ষোল’।
‘ষোল’ ম্যাগাজিনের অক্টোবর সংখ্যা এটি। গত সেপ্টেম্বর মাসে প্রথম প্রকাশিত হয় । নাম শুনলেই বোঝা যায়, যেই বয়সটা কিশোর-কিশোরীদের জন্যে সবচেয়ে গঠনমূলক এবং সেন্সিটিভ, হাঁটতে পারলে দারুণ পথ আর পা পিছলালেই সব শেষ- সেই বয়সটা নিয়েই ‘ষোল’-র পথ চলা। কেবলমাত্র একঝাঁক ফুলের মতো কিশোর-কিশোরী যারা আগামীদিনে প্রস্ফুটিত হয়ে সুবাসিত করবে এই পৃথিবী তাদেরকে সেই প্রস্ফুটিত হওয়ার পরিবেশটা তৈরি করে দিতেই ‘ষোল’ কাজ করে যাচ্ছে বিনাস্বার্থে। বিন্দুমাত্র স্বার্থ ছাড়া। ‘ষোল’-র চাওয়া এই যে, আমাদের কিশোর-কিশোরীরা মুক্ত বাতাসের অভাবে পথ হারিয়ে না ফেলে। যারা ওই বয়সটা পার করে এসেছে তাদের থেকেই কিছু নাসিয়াহ শুনে সামনের পথটাকে মসৃণ করে নিতে আজ আমাদের সবাইকে জাগতে হবে। কাজে লাগাতে হবে ‘ষোল’।
আর, নাম ‘ষোল’ বলে শুধু ষোল বছর বয়সী কিশোর-কিশোরীর জন্যেই ম্যাগাজিনটি তা কিন্তু না। বরং, স্কুল-কলেজের(ক্ষেত্র বিশেষ বড় মানুষের জন্যেও) সবার জন্যে উপযোগী করে তোলা হয়েছে এই ‘ষোল’।
পরিশেষে, ছোট ভাই-বোনগুলো একটু সত্যানুরাগী হয়ে উঠুক এবং যারা ‘ষোল’র পিছে শ্রম দিয়েছে তাদের জন্য দু’আ করুক- এটিই ‘ষোল’-র চাওয়া।
ধন্যবাদ।❤️❤️
© ফাহাদ হোসাইন
অনুমোদিত ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/1i2sHcXQxOmtsbQwD1EAj_2PLafmq-2s1/view