ইমাম সাফারিনি হাম্বলি রহ. লেখেন :
أَهْلُ السُّنَّةِ وَالْجَمَاعَةِ ثَلَاثُ فِرَقٍ: الْأَثَرِيَّةُ وَإِمَامُهُمْ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ – رَضِيَ اللَّهُ عَنْهُ، وَالْأَشْعَرِيَّةُ وَإِمَامُهُمْ أَبُو الْحَسَنِ الْأَشْعَرِيُّ – رَحِمَهُ اللَّهُ، وَالْمَاتُرِيدِيَّةُ وَإِمَامُهُمْ أَبُو مَنْصُورٍ الْمَاتُرِيدِيُّ، وَأَمَّا فِرَقُ الضَّلَالِ فَكَثِيرَةٌ جِدًّا، وَهَذَا أَوَانُ الشُّرُوعِ فِي الْمَقْصُودِ، وَبِاللَّهِ التَّوْفِيقُ
আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হলো তিন দল :
১) আসারি: যাদের ইমাম হলেন আহমদ ইবনু হাম্বল রহ.।
২) আশআরি: যাদের ইমাম হলেন আবুল হাসান আশআরি রহ.।
৩) মাতুরিদি: যাদের ইমাম হলেন আবু মানসুর মাতুরিদি রহ.।
আর (এই হকপন্থী ৩দল বাদে) গোমরাহ দল তো অনেক আছে।
(كتاب لوامع الأنوار البهية ج:1 ص:73)
https://al-maktaba.org/book/8353