কিছু কথা

Topic-1:
আমি সব থেকে বেশি আশ্চর্য হই তখন যখন একজন আলেমকে দেখি সে আল্লাহর আইন ছাড়া অন্য আইনে বিচার প্রার্থনা করছে! আল্লাহর কাছে এই কঠিন পরীক্ষা থেকে আশ্রয় চাই। আস্তাগফিরুল্লাহ।

Topic-2:
যারা অনলাইনের মাধ্যমে দ্বীন শেখার চেষ্টা করেন তাদের জন্যে নতুন পরীক্ষা হলো প্রায় সবগুলো বাতিল পন্থী দল “সোসাল মার্কেটিং” এক্সপার্ট হায়ার করছে। তারা “মার্কেটিং” এর সকল পলিসি রপ্ত করছে। কিভাবে মানুষকে আকৃষ্ট করতে হয়, নিজের কথা জানাতে-মানাতে হয় এবং কিভাবে মানুষকে প্রভাবিত করা যায় তা রপ্ত করছে। তাদের প্রচারণার পেছনে প্রচুর টাকা ঢালছে। রাসূল (সাঃ) হাদিসে আছে, মুসলিমেরা একটা সময় ইহুদী-খ্রিষ্টানদের অনুকরণ করবে! সুবহানাল্লাহ! দাওয়াহ দেয়ার জন্যে তাদের অনুকরণ! (কি বলছি যারা বুঝেন না তারা চুপ থাকুন। ইনশাআল্লাহ, জানতে পারবেন। শয়তানের চক্রান্ত প্রকাশ করেই দেন আল্লাহ্)

Topic-3:
যারা অফলাইনে দ্বীন শিখেন(জেনারেল ব্যাকগ্রাউন্ডের) তাদের অবস্থাও বেশি ভালো না। তারাও একই লুপে আটকে আছে! ১০০ বছরেও যে লুপ থেকে বের হতে পারেনি উম্মাহ! অন্তর কে আল্লাহ্ মুখি করুন, রাসূল (সাঃ) এর আদর্শে, সাহাবী (রাঃ) দের বুঝে.. নিজের বুঝে না। বিজয় ঈমানেরই।

Topic-4:
ফিতানার দিনে নির্জনবাসই উত্তম। তাকওয়া-তাওয়াক্কুল-আমল-ইলম এই লুপে চলতে হবে। সবাইকে সব বিষয়ে কথা বলতে হয় না। সবাইকে সব বিষয় জানতেও হয় না।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *