তাদের ওখানে নাকি নিয়ম করে মাসে ২/৩ বার রেইপ প্রোগ্রাম হয়।

তো একবার এক দালালের সাথে কথা বলতে গিয়ে পুরা হতভম্ব হয়ে গেছিলাম। তাদের ওখানে নাকি নিয়ম করে মাসে ২/৩ বার রেইপ প্রোগ্রাম হয়। যেইখানে সমাজের এলিট শ্রেনীর অনেক লোকের আনাগোনা হয়। বিশ্বাস না হওয়ায় আমি কলে কথা বলতে বলি, তার কথা শুনে বুঝতে পারি সে নিজেই এলিট ক্লাবের লোক।

যাইহোক যেইটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে অনেকে বলেন যে পতিতালয় বৃদ্ধিই পারে ধর্ষণ কমাইতে, আমি তখন হাসি। আমি জানি ধর্ষণের মূল উল্লাসাস্থল হচ্ছে পতিতালয়। আপনাদের বিশ্বাস না হলে যেকোন পতিতার সাথে কথা বলে দেইখেন।


স্ক্রিনশটগুলা পড়েন, বুঝে নেন।

(Nazmul Haque Shakil) একটা সময় ফেইক আইডি দিয়ে বিভিন্ন এস্কোর্ট সার্ভিস গ্রুপগুলাতে ঘুরতাম। কৌতুহল জাগতো, জানতে ভালোও লাগতো। বিভিন্ন এক্সপেরিয়েন্স হইতো, এক্সপেরিমেন্ট ও।



মূল পোষ্টের লিংক https://www.facebook.com/nazmulhaque.shakil/posts/3316904291741322

স্কিনসর্টগুলো https://www.youtube.com/watch?v=Ryb1BquGWjU

https://www.youtube.com/post/Ugx3vzACJw2dctgnw8N4AaABCQ

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *