ধর্ষণের ইস্যুতে একদল শুধু পোষাকের কথা বলেন, আরেকদল শুধু পোষাকের কোনো ভূমিকা নেই বলেন। ১ম দল সচরাচর প্রলেতারিয়েত, ২য় দল সচরাচর শাহবাগি ফ্যাসিস্ট। দুইদলের অবস্থানই গলদ। শুধু পোষাক যেমন দায়ি না, আবার কোনোই পোষাকের দায় নেই এটাও এম্পিরিকাল এভিডেনসের বিপরীত।
ইসলামের সলিউশানটা বেশ কম্প্রিহেনসিভ:
১. সকল প্রকার অশ্লীলতা, ফ্রি মিক্সিং নিষিদ্ধকরণ
২. পুরুষ ও নারির দৃষ্টি ও লজ্জাস্থানের কঠোর হেফজত
৩. পুরুষ ও নারির জন্য যথাযথ পর্দা। পৃথক সালাতের জায়গা, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, যানবাহনের ব্যবস্থা
৪. দ্রুত বিবাহ ও সহজ বিবাহ
৫. অপরাধীকে অতিদ্রুত কঠোর শাস্তি প্রধান। শাস্তি জনসম্মুখে প্রধান। বিশেষ করে পাথর মেরে হত্যার মত – কঠিন শাস্তি প্রদান।
সমাধান তো নিবেন না। খালি ঘেউ ঘেউ করবেন। যত্তসব।
রাফান আহমেদ ভাই থেকে, কপি-শেয়ার করতে https://cl1p.net/rapebd