বক্তাকে নয় বক্তার বক্তব্যকে ভালোবাসোন। বক্তার বক্তব্যকে ভুল প্রমান করলে সেটা মেনে নিন। অনুসরণ করুন বক্তার প্রচারিত কোরআন-হাদিস কে। বক্তার বলা কোরআন-হাদিসের রেফারেন্সে সমস্যা চিহ্নিত করে দিলে সেই বক্তব্যকে ছুড়ে ফেলে দিন।
দা’ই দের থেকে ইসলামে প্রবেশের দাওয়াহ নিতে হবে। ইসলামে প্রবেশের পরে তার জন্যে দোয়া করুন কিন্তু তার কাছেই সব কিছু শিখতে হবে এই চিন্তা ভুল। শরিয়াহ(শরিয়ত) শেখার চেষ্টা করতে হবে আলিমদের(একাডেমিক্যালি স্টাডি করেছে এমন) থেকে। ফতুয়া জানতে হবে মুফতি থেকে। মাসআলা জিজ্ঞাসা করবেন মাওলানাদের। ওয়াজিনদের থেকে কথা শোনে আমল করার ইচ্ছা জাগান। নিজে নিজে পন্ডিতি করে আমিই সব বের করতে পারি কোরআন-হাদিস থেকে এই চেতনা বন্ধ করতে হবে। দুনিয়াবি সহজ শিক্ষার জন্যে আপনি শিক্ষক নির্বাচন করেন আর আসমানী ওহী থেকে বিধান নিজের জ্ঞানে বের করার চেষ্টা করেন! ফেসবুক-ইউটিউব-ইন্টারনেটের জ্ঞানে জ্ঞান থাকে কিন্তু ইলম থাকে না। আর আদব তো একদমই থাকে না। #knowyourlimit