পারস্য সম্রাট রুস্তমের নিকট যখন সাহাবি ইরবাঈ বিন আমর [রা]কে ইসলামের দাওয়াত দিয়ে দূত হিসেবে পাঠানো হয়,

পারস্য সম্রাট রুস্তমের নিকট যখন সাহাবি ইরবাঈ বিন আমর [রা]কে ইসলামের দাওয়াত দিয়ে দূত হিসেবে পাঠানো হয়, তখন সেনাপতি তাকে জিজ্ঞেস করলো “তুমি কেন এসেছো?
.
হযরত ইরবাঈ বিন আমর [রা] বললেন, “আল্লাহর ইচ্ছায় মানুষকে মানুষের গােলামী থেকে উদ্ধার করে এক ও অদ্বিতীয় আল্লাহর বন্দেগীতে নিয়ােগ করার জন্য আল্লাহ্ আমাদের পাঠিয়েছেন । যারা দুনিয়ার সংকীর্ণতা থেকে নিজেদের মুক্ত করে আখেরাতের সীমাহীন কল্যাণ পেতে ইচ্ছুক , তাদের সে প্রশস্ত ময়দানে পৌছাতে এবং মানব রচিত ধর্মের অত্যাচার থেকে রেহাই দিয়ে মানুষকে ইসলাম প্রদত্ত ন্যায় নীতির অধীনে আনয়ন করা আমাদের লক্ষ্য । তিনি আমাদের এই দ্বীন দিয়ে পাঠিয়েছেন , মানুষকে এর দিকে আহবান করার জন্য । যদি তােমরা ইসলাম গ্রহণ কর , তবে আমরা তোমাদের এই স্থানের দায়িত্বে ছেড়ে দিব আর যে কেউ আমাদের দাওয়াহ বা আহবান প্রত্যাখ্যান করে তবে তাদের সাথে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব , যতক্ষণ না আমরা আল্লাহর দেয়া প্রতিশ্রুতিতে পৌছতে পারি।’’.[আল বিদায়া ওয়ান নিহায়া]- হাফিজ ইবন কাসীর (রাহি)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *