ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাখো বলেছে: ‘ফ্রান্স ব্যাঙ্গাত্বক কার্টুন বানানো বন্ধ করবে না’।

ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাখো বলেছে: ‘ফ্রান্স ব্যাঙ্গাত্বক কার্টুন বানানো বন্ধ করবে না’।
মানে: আমরা ইসলাম অবমাননা করা বন্ধ করবো না।
.
একটা সরকারী বিল্ডিং এর দেয়ালে বিশাল আকারে নবী ﷺ–এর অবমাননা করে বানানো ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে।
.
সুপারমার্কেটগুলোতে কেন ‘হালাল ফুডস’ পাওয়া যায়, তা নিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বিরক্ত।
.
প্যারিসে দুজন মুসলিম নারীকে ছুরিকাঘাত করা হয়েছে। হামলাকারী চিৎকার করে বলেছে, “নোংরা আরব”! এ হামলার কারণ ছিল ইসলামের প্রতি ঘৃণা, তা স্পষ্ট।
.
এতোকিছুর পরও –
কই? আন্তর্জাতিক নিন্দা কোথায়?
প্রতিবাদ কোথায়? আন্তর্জাতিক সম্প্রদায় কোথায়?
মানবাধিকারের ফেরিওয়ালারা কোথায়?
.
পাঠ্যসূচী বদলানোর দাবিগুলো কোথায়? নতুন আইন প্রণয়নের তোরজোর কোথায়? হেইট স্পিচ বা বিদ্বেষমূলক বক্তব্য মোকাবেলায় গ্রেফতারি কোথায়? ইসলাম আর মুসলিমদের বিরুদ্ধে এ সবকিছুই তো ফ্রান্স করেছিল।
.
কথায় কথায় জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতার কথা বলে মুখে ফেনা তুলে ফেলা, আমাদের সমাজের কাপুরুষ ‘বুদ্ধিজীবি’রা কোথায়? তারা কি মুখে কুলুপ এটে বসে আছে? এখন কেন চারিদিকে কবরের নীরবতা?
.
আন্তর্জাতিক অঙ্গীকার, জাতিসংঘ, জাতীয় নিরাপত্তা পরিষদ, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের মূল্য জানতে চান? এগুলোর অর্থ জানতে চান? এগুলোর গ্রহণযোগ্যতা জানতে চান? ওপরের লাইনগুলো আবার পড়ুন। জেনে যাবেন। বুঝে ফেলবেন।
.
আমাদের রব, আসমান ও যমীনের একচ্ছত্র অধিপতি সত্যটা অনেক আগে আমাদের জানিয়ে দিয়েছেন –
.
“যদি তোমাদের কাবু করতে পারে তাহলে তারা প্রকাশ্য শত্রু হবে। তোমাদের ক্ষতি করার জন্য তাদের হাত আর যবান প্রসারিত করে দেবে। আর তারা চাইবে তোমরাও যেন কুফরি করো।” [তরজমা – সূরা আল মুমতাহিনা, আয়াত ২]
.
ইয়া আল্লাহ, আপনার দ্বীনকে সম্মানিত করার জন্য আমাদের ব্যবহার করুন, এবং আমাদের আপনার দ্বীনের সাহায্যকারীদের অন্তর্ভুক্ত করুন।
.
ড. ইয়াদ আল-কুনাইবি

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *