বানরদের রজম!

বানরদের রজম!
.
প্রখ্যাত তাবেঈ আমর ইবনে মাইমূন রহ. বলেন, আমি জাহেলী যুগে দেখেছি একটি নারী বানরের চারপাশে কতগুলো পুরুষ বানর জড়ো হয়ে সেই নারী বানরকে রজম তথা পাথর ছুড়ে হত্যা করতে। তখন আমিও তাদের সাথে সেই বানরকে রজম করেছি।[1]
আমর ইবনে মাইমুন অন্যত্র বলেন, একদিন আমি এক ক্ষেতে ছিলাম। দেখলাম, অনেকগুলো বানর একত্র হল। এরপর দেখলাম, একটি পুরুষ বানর ও নারী বানর এক সাথে শুয়ে পড়লো। এরপর নারী বানরটি তার হাত পুরুষ বানরের ঘাড়ের নিচে রেখে পরস্পর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর আরেকটি পুরুষ বানর এসে নারী বানরটিকে খোঁচা দিল। আমি সেই আগত পুরুষ বানরটিকে দেখছিলাম। এরপর দেখি, নারী বানরটি আস্তে করে তার হাত পুরুষ বানরটির মাথার নিচ থেকে বের করে আগত সেই পুরুষ বানরটির সাথে অদূরে চলে গেল। এরপরে তারা সঙ্গম করল। আমি তাদের দেখছিলাম। তারপর সেই নারী বানরটি পুনরায় নিজ জায়গায় এসে তার হাত পুরুষ বানরটির ঘাড়ের নিচে রাখতে যাবে অমনি পুরুষ বানরটি সজাগ হয়ে গেল। তখন পুরুষ বানরটি উঠে নারী বানরটির নিতম্ব শুঁকে দেখলো। এরপর দেখলাম, অনেকগুলো বানর সেখানে জড়ো হয়ে গেল। এরপর পুরুষ বানরটি নারী বানরটির দিকে ইঙ্গিত করতে লাগলো। তারপর বানরগুলো ছড়িয়ে পড়লো। দেখতে না দেখতেই সেই পুরুষ বানরটিকেই উপস্থিত করা হল যেটাকে আমি চিনে রেখেছিলাম। এরপর তারা সবাই মিলে সেই পুরুষ ও নারী বানর দুটিকে বালুকাময় এক স্থানে নিয়ে গেল। তারা তাদের জন্য ছোট একটি গর্ত খুঁড়ল। এরপর তাদের দুজনকে সেই গর্তে ফেলে সব বানররা মিলে তাদের দুজনকে পাথর মারতে মারতে মেরে ফেললো।[২]
.
1. সহিহ বুখারি: ৩৮৪৯
2. সিয়ারু আলামিন নুবালা: ৪/১৫৯-১৬০

আবু ইয়াহিয়া

#ছবি ভিন্ন প্রসংগের….

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *