বোরকা পরা,নিকাব করা কোন নারী যদি বলে,
“হিজাব করা হলো ব্যাক্তি-স্বাধীনতার প্রশ্ন।যারা পর্দা করতে চান তাদের পর্দা করতে দেওয়া উচিত। “
তাহলে আমরা তাকে বলব,
“তুমি মুসলিম নারীদের নিয়ে কথা বলছ,কিন্তু জাহিলিয়্যাহর স্লোগান তুলে।তোমার এ কথাকে ততটুকু প্রশংসা করা যায়,যতটুকু প্রশংসা করা যায় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সমর্থনে মুশরিক মুত’ঈম বিন আদির ভূমিকার।আবু তালিবের মৃত্যুর পর মক্কার কুরাইশরা যখন মুসলিমদের অবরুদ্ধ করে রেখেছিল ও বয়কট করেছিল,মুত’ঈম তখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষ নিয়েছিল।কিন্তু এর কারণ ছিলো ব্যক্তিগত উদারতা।ঈমান না।
কাজেই সাবধান হোন।নিজের হাতে নিজের ঈমানের ভিত্তি গুঁড়িয়ে দেবেন না।হিজাব ব্যক্তি-স্বাধীনতা না।ঐচ্ছিক কিছু না।হিজাব আল্লাহর হুকুম। ফরজ বিধান।
হিজাবের মতো অন্যসব বিধানকে এক আল্লাহর হুকম ভেবে পালন করতে হবে।
মহান আল্লাহ বলেন,
“যখন মুমিন বান্দাদেরকে আল্লাহ ও তার রাসূল সম্পর্কে কোনো কথা বলা হয়,তখন তারা বলে উঠে,” ‘আমরা শুনলাম এবং আনুগত্য করলাম।’ আর তারাই সফলকাম।”(সূরা আন-নূরঃ৫১)
~ ড. ইয়াদ আল কুনাইবী হাফিজাহুল্লাহ