বয়ঃসন্ধিকাল।

বয়ঃসন্ধিকাল।
.
অদ্ভূত এক বয়স! অনেকগুলো ফ্যাক্টরের সাথে বোঝাপড়া করতে হয় একটা ছেলেকে এই সময়। বড়রা আর তেমন কাছে টানেনা, একটু দূরে দূরে সরিয়ে রাখে, শরীরে পরিবর্তন আসে, পরিবর্তন আসে হৃদয়েও। এমন অনেক অনুভূতির ঝাঁপি খুলে যায় যা আগে বন্ধ ছিল। পৃথিবীটা দুর্নিবার আকর্ষণে বাহিরে টানে আবার অজানা এক ভয়,শংকাও কাজ করে। অসংখ্য এবং বিপরীতমুখী অনুভূতিগুলোর মাঝে পড়ে ছেলেরা এই সময় দিশেহারা হয়ে যায়। ভুল করে। এই বয়সটাইতো ভুল করার।
.
নিজের এবং বিপরীত লিঙ্গের শরীর,বাহিরের পৃথিবী নিয়ে অসীম কৌতূহলী মনে একঝাঁক প্রশ্ন ঘোরাফেরা করে। সেই প্রশ্নের উত্তর দিতে স্বেচ্ছায় এগিয়ে আসেন না বড়রা, যাদের এগিয়ে আসা উচিত ছিল। বয়ঃসন্ধিকালের জটিলতা নিয়ে কিশোরেরা যতোটা নাজেহাল হয়, কিশোরীরা তেমন হয়না। মা,বড়বোন বা অন্য কোনো নিকটাত্মীয়াদের ঠিকই পাশে পায় তার। কিন্তু কিশোরদের পাশে তেমন কেউ এসে দাঁড়ায়না। কিশোর মন তখন উত্তর খুঁজে বেড়ায় ইচড়ে পাকা বন্ধুদের কাছে, ইন্টারনেটে। অধঃপতনের ব্যাকরণ লিখা শুরু হয় ঠিক তখন থেকেই।শুধু সেই কিশোর বালকের না, অধঃপতনের ব্যাকরণ লিখা শুরু হয় একটা সমাজ, একটা দেশেরও।
.
বলা হয়ে থাকে ১২-১৩ বছরের ছেলেদের মতো এমন বালাই আর নেই। এরা হল অনেকটা পথের প্রভুহীন কুকুরের মতো। অনেকাংশেই সত্য। এই অবহেলা,উপেক্ষা, অনাদারে ঘরের এককোণে নিজের শরীর, সমাজ আর পৃথিবীটাকে নিয়ে সংকোচ,দ্বিধায় ভোগা, হাজারো ভুল করা কিশোরদের কাঁধে ভাই হয়ে হাত রাখতে এগিয়ে এসেছেন কিছু যুবক। Mukto Batasher Khoje (মুক্ত বাতাসের খোঁজে) ফেইসবুক গ্রুপের মাধ্যমে তাঁরা বেশ কয়েকবছর ধরেই কিশোর তরুণদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যার সমাধান দেবার চেষ্টা করছেন। তাঁদেরই, উপেক্ষার শিকার বাংলাভাষী কিশোর তরুণদের পাশে দাঁড়ানোর আর একটি প্রচেষ্টা এই ‘ষোল’ ম্যাগাজিন। ম্যাগাজিনটি থেকে ইনশা আল্লাহ কিশোর তরুণরা অনেক উপকৃত হবে।জীবনের ভুলগুলো চিনতে এবং সেগুলো শুধরে নেবার অনুপ্রেরণা,শক্তি,সাহস পাবে।
.
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই ম্যাগাজিন এবং ম্যাগাজিন সংশ্লিষ্ট সবাইকে কবুল করে নিক।আমীন।

– লস্ট মডেস্টি (সেপ্টেম্বর,১৫,২০২০)

(ম্যাগাজিনের ভূমিকা থেকে)
.
ম্যাগাজিন #ডাওনলোড লিংক- https://rebrand.ly/sholo
.
#গ্রাহক হবার লিংক- https://forms.gle/BuPpNUfB8VnonaYQ7

এই ফর্ম পূরণ করে গ্রাহক হলে ম্যাগাজিন প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে আপনার মেইলে ম্যাগাজিন পেয়ে যাবেন।
.
এটা প্রস্তুতি সংখ্যা। আপনাদের মূল্যবান পরামর্শ, দোয়া এবং লেখা দিয়ে ভাইদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের পরামর্শের মাধ্যমে প্রতিনিয়ত এটাকে আপডেট করা হবে।

লেখা পাঠানোর ঠিকানাঃ editor.sholo@gmail.com


#ষোল
#মুক্ত_বাতাসের_খোঁজে

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *