মহানবি ﷺ এর হাদিসে আদেশ-নিষেধ এবং সুন্নাহ’র পাশাপাশি রয়েছে অসংখ্য ঘটনার সমাহার। কিন্তু সেগুলো কেবল গল্পাকারে শোনানোর জন্য নয় বরং আমরা যাতে তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরে নিই, আদর্শরূপে গড়ে তুলতে পারি। বিশুদ্ধ হাদিসের সুবিশাল গল্পভাণ্ডার থেকে বাছাইকৃত ৩১টি গল্প এবং সেগুলোর ভাঁজে ভাঁজে ছড়িয়ে থাকা শিক্ষাগুলোকে সন্নিবেশিত করে মলাটবন্দী হয়েছে আরব সাহিত্যিক ‘ড. আদহাম শারকাবির’ (مَعَ النَّبِي) গ্রন্থের সরল বঙ্গানুবাদ “নবীজির সাথে” বইটি।
.
বইয়ে উদ্ধৃত বেশিরভাগ ঘটনাই হয়ত আমার-আপনার জানা। তবে এই জানা ঘটনাগুলি থেকেই লেখক বের করে এনেছেন অনেক অজানা শিক্ষা। এ গল্পগুলি এতদিন কেবল পড়েই এসেছি; অথচ একেকটি গল্পে লুকায়িত আছে মানবজীবনের এত অমূল্য সব দিকনির্দেশনা; টেরই পেলাম না! প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ… এ যেন এক বিস্তর শিক্ষাসফর।
.
বইটি হাদিসের ঘটনাগুলোকে নিয়ে নতুন করে ভাবতে, জ্ঞান-সমুদ্র থেকে সবকের মণিমুক্তা সেঁচে নিতে উদ্বুদ্ধ করেছে। কুড়িয়ে নিতে পেরেছি ইমান, তাকওয়া, তাওয়াক্কুল, সাদাকাহ, দাম্পত্য জীবন, সামাজিক আচার-আচরণ, লেনদেন, উত্তম চরিত্র, আত্মসংশোধনের মতো জীবনঘনিষ্ঠ বিষয়ক পাথেয়। আলোচ্য বিষয়বস্তু পাঠক যাতে সহজেই হৃদয়াঙ্গম করতে পারে সেজন্য আছে প্রতিটি পাঠের শুরুতে শিরোনাম। অসংখ্য জায়গায় পাঠকের সুবিধার্থে রয়েছে ব্যাখ্যামূলক টীকাও; যা খুবই হেল্পফুল। দাগিয়ে দাগিয়ে পড়ে বইয়ের সম্পূর্ণটা শুষে নেওয়া যাদের অভ্যাস, তাদের জন্য বিষয়টা একটু মুশকিলের হবে। কারণ বইতে এত নাসীহাহ আছে যে মার্ক করে কুল পাবেন না!
.
অনুবাদের সাবলীলতার জন্য অনুবাদককে প্রাণ-উৎসারিত ধন্যবাদ। সুখপাঠ্য গদ্য, সুগঠিত ভাষাশৈলী, প্রামাণ্য বক্তব্য, অভিনব উপস্থাপনা ও ভাবনাঋদ্ধ বিষয়বৈচিত্র্য আপনাকে চুম্বকের মতো ধরে রাখবে বইয়ের আদি থেকে অন্ত পর্যন্ত। তবে রুহামার অনন্য সব বইয়ের প্রচ্ছদের দৃষ্টিতে বক্ষ্যমাণ বইটির প্রচ্ছদ চলনসই মনে হয়েছে, রুহামা থেকে আরো ভালোটা আশা করি।
.
সাহিত্যরস সঞ্চিত অনুবাদ, শব্দচয়ন, উপমার ব্যবহার, শৈলী ও বাক্যবিন্যাস, পৃষ্ঠাসজ্জা—সব মিলিয়ে অনন্য একখান পুস্তক এটি। নির্মল-পরিশুদ্ধ জীবন গঠনের জন্য আবশ্যক চিন্তা ও মননগত প্রায় সকল উপায়ন্তরই একে একে মূর্ত হয়ে উঠবে বইটির নিবিড় অধ্যয়নে।
.
.
বইয়ের নাম: নবীজির সাথে।
রচয়িতা: ড. আদহাম আশ-শারকাবি।
রূপান্তর: আমীমুল ইহসান।
প্রকাশক: রুহামা পাবলিকেশন।
মুদ্রিত মূল্য: ৪৩৪৳
লিখেছেনঃ মাহমুদুল হাসান