মাজহাব কি , কেন মাজহাব মানা হয়
মাজহাব কি , কেন মাজহাব মানা হয় – মাজহাব সম্পর্কে উথাপিত প্রায় সব প্রশ্নের জবাব পেয়ে যাবে এই পিডিএফ এ ইনশা আল্লাহ। কুরআন-সুন্নাহ থাকতে মাহজাবের কি আসলে প্রয়োজন আছে কি না তা আপনি নিজেই চিন্তা করতে পারবেন ইনশা আল্লাহ। অনেকে শুধু লা-মাজহাবীদের লেকচার শোনে বা পড়ে মনে করেন মাজহাবের দরকার নেই। কিন্তু ইনসাফের কথা ছিলো মাজহাবীরা কেন মাজহাব মানে, কিভাবে মানে তা জানা এবং আসলেই কি মাজহাব কুরআন-সুন্নাহ এর বাহিরের কিছু?(যেমনটা কতিপয় মূর্খ লোক বলে থাকেন) জানতে হলে পড়ুনঃ 1. http://tiny.cc/majhab1 2. http://tiny.cc/majhab2 এবং সিধান্ত আপনার হাতে।