মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে স্বাধীনতার দোহাই দিয়ে অপসংস্কৃতি মেনে নেয়া হবে না- গণমিছিল কর্মসূচি থেকে আলেমদের হুশিয়ারি

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে স্বাধীনতার দোহাই দিয়ে অপসংস্কৃতি মেনে নেয়া হবে না- গণমিছিল কর্মসূচি থেকে আলেমদের হুশিয়ারি

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে স্বাধীনতার দোহাই দিয়ে অপসাংস্কৃতি মেনে নেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন দেশের প্রথিতযশা আলেমগণ। দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও তা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণে ঘোষিত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে সমমনা ইসলামী দলসমূহের গণমিছিল কর্মসূচি থেকে এই হুশিয়ারি উচ্চারণ করা হয়।

বক্তাগণ বলেন, ধর্ষণে সহায়ক সমস্ত অশ্লীলতা নিষিদ্ধ করে ধর্ষণের বিরুদ্ধে কার্যকরী আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা বলেন, আমাদের মা-বোনেরা সম্মানিতা। ইসলাম তাঁদের মর্যাদার আসন দিয়েছে। অথচ মা-বোনদেরকে বিজ্ঞাপনের বস্তু বানানো হচ্ছে। অশ্লীল পোষাকে তাদেরকে উপস্থাপন করার মাধ্যমে মা-বোনদের প্রতি ইসলামের দেয়া মর্যাদাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে। এসব প্রচারণা নিষিদ্ধ করতে হবে।

সরকারকে উদ্দেশ্য করে আলেমগণ বলেন, সরকারি আদেশে সিনেমা হল চালু করে দেয়া হলেও ওয়াজ-মাহফিলের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি পাওয়া যায় না। বরং মাহফিলগুলো বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের ভাষা বুঝতে সরকার যদি অক্ষম হয়, তবে আমরা বাঁকা পথে হাঁটতে বাধ্য হবো।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *