যেখানে একটা বাচ্চার ছবি নিরাপদ না সেখানে নিজের বেপর্দা ছবি

যেখানে একটা বাচ্চার ছবি নিরাপদ না সেখানে নিজের বেপর্দা ছবি, হিজাবী ছবি দিয়ে আপনারা যারা আনন্দ খুঁজে নেন তাদের জন্য সতর্কতা । এরপরও অনেকে ছবি দিবেন, দিয়ে যাবেন । অন্তর শক্ত হয়ে যাওয়া বান্দার জন্য সবচেয়ে বড় শাস্তি । দুনিয়ার জীবনে এই শাস্তি, এই জিল্লতি আমাদের নিজের হাতের কামাই ছাড়া আর কিছু না ।
.
Courtesy: জাবেদ কাইসার ভাইয়ের বোনের ওয়াল থেকে https://www.youtube.com/post/UgwgMardHKZBpYV5xuN4AaABCQ

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *