শাতিম বাবা হয়েও পার পেলনা!

শাতিম বাবা হয়েও পার পেলনা!
……………………………………………………
ফিদাকা নাফসী ওয়া দামী ওয়া আবী ওয়া উম্মি ওয়া আহলী ওয়া মালী ইয়া রাসূলাল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)!
এবং হে সিদ্দীকে আকবার তুমি ধন্য! যার জন্যেও বি আবী ওয়া উম্মি ফিদান (আমার বাবা- মা উৎসর্গ)♥♥ শাতিমে (রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যার বাবা হয়েও পাড় পেলনা!
.
হজরত আবূ বকর সিদ্দীক(রাদ্বিয়াল্লাহু আ’নহু)-এর বাবা কাফের থাকা অবস্থায় (পরে অবশ্য সে মুসলিম হয়েছিলেন) একবার হাবীবুল্লাহ,নাবীউল্লাহ,রাছূলুল্লাহ, শাফীউল মুজনিবীন, রহমাতাল্লিল আ’লামিন,রাউফুর রাহীম,মুছত্বফা,মুজতবা,মুরতাজা মুহাম্মাদ(আলাইহি আফদ্বলুছ ছলাত ওয়াছ ছালাম)-কে একবার গালি দিচ্ছিলেন!
সিদ্দীকে আকবার(রদ্বিয়াল্লাহু আনহু) শাতিমে রাছূলের মুখের ভাষা সহ্য করতে পারলেননা যদিও সে তার আপন বাবা,কিন্তু তবুও সিদ্দীকে আকবার তো মুহাম্মাদুর রাছূলুল্লাহর মুহাব্বাতের পেয়ালা পান করেছেন তিনি কি তা আর সইবেন? হোক না তাঁর বাবা!
নিজের শরীরের সকল জোড় দিয়ে কষে বাবাকে দিল এক থাপ্পড়! অমনি বাবা আবূ কুহাফা(রাদ্বিয়াল্লাহু আ’নহু) সেখানেই পড়ে গেলেন এবং তার গাল থেকে রক্ত ঝরা শুরু করল।
নবীউর রহমাহ ওয়াল মালহামা (ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম)- এর কানে একথা যাওয়া মাত্রই সিদ্দীক এখনো থেমে নেই তিনি জোর কন্ঠে হদ্বরাতুর রিসালাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম)-এর সামনেই বলতে লাগগেন —
والذي بعثك بالحق نبيا لو كان السيف مني قريبا لقتلته
অনুবাদ-”হে মুছত্বফা! আমি ঐ আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে হক্ব সহকারে নবী হিসেবে প্রেরণ করেছেন, যদি আমার সামনে সেই মুহূর্তে ধারালো তলোয়ার থাকত যে মুহূর্তে আমার বাবা আপনাকে গালি দিচ্ছিলেন তখনই আমি তাকে হত্যা করতাম!!”
একথা বলা মাত্রই আল্লাহ্‌ জাল্লা শানুহু এই আয়াত আবু বকর সিদ্দীকে আকবার (রদ্বিয়াল্লাহু আ’নহু)-এর শানে নাযিল করলেন-
لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه، ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه، أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون.
”যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাদেরকে আপনি আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখ, আল্লাহর দলই সফলকাম হবে।”
[সুরা মুজাদালাহঃ২২]
[বিস্তারিত দেখুনঃ তাফসীরে কুরতুবী ২৮/৩৬;তাফসীরে যামাখশারী ২/১৭২; মিরকাতুল উসূল হাশিয়ায়ে নাওয়াদের পৃঃ১২১; আদ দুররুল মানছূর ৬/১৮৬;আল কাশশাফ ৪/৪৯৭;আল জামে লি আহকামিল কুরআন ১৭/৩০৭; আসবাবুন নুযূল,আবুল হাসান আলী ইবনুল ওয়াহেদী ১/২১৪ নং-৮০০]
*উল্লেখ্য যে, উল্লেখিত আয়াতটির শানে নুযূলের ব্যাপারে মুহাদ্দিস ও মুফাসসিরগন আরেকটি ঘটনা সনদ সহ বলেন, আর তা হচ্ছে-
”আবূ উবাইদাহ ইবনুল জাররাহ(রদ্বিয়াল্লাহু আ’নহু) তার বাবাকে যখন মুহাম্মাদুর রাছূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম)-কে গালি দিতে শুনলেন তখন তাকে হত্যা করলেন,অথচ রাছূলুল্লাহ এ ঘটনা শ্রবনের পর আবু উবাইদাহকে কিছুই বললেননা।”
روي أن أبا عبيدة بن الجراح قتل أباه حين سمعه يسب النبي صلى الله عليه وسلم فلم ينكر النبي صلى الله عليه وسلم صنيعه
ঠিক তখন এই আয়াত নাযিল হয় বলে একদল সালাফ মত পোষণ করেছেন।
[বিস্তারিত দেখুনঃতাবারানী তার কাবীরে ১/১৫৪ হাঃ৩৬০; হিলইয়াতুল আউলিয়া ১/১০১; মুস্তাদরাকে হাকেম ৩/২৬৫; সুনানে বাইহাক্বী ৯/২৭; তালখীসুল হাবীর,ইবনু হাজার আসকালানী ২/১০২; তাহযীবু তারীখে দিমাশক,ইবনু আসাকির ৭/১৬১; ফতহুল বারী ৭/১১৭;আসবাবুন নুযূল,আবুল হাসান আলী ইবনুল ওয়াহেদী ১/২১৫ নং-৮০১ ]
আল্লাহ্‌ আমাদের তাঁর নবী(ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম)-এর মুহাব্বাত অন্তরে ও মুখে নসীব করুক।
(আমিন)

আব্দুল্লাহ আল মামুন

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *