আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলিমদের মাঝে প্রচলিত ফিকহ সমূহ।
১. হানাফী (হানাফী ফিকহের মূলনীতি অনুসরণ করে, বাংলাদেশের দেওবন্দের এর অনুসারীরা)
২. মালেকী (মালেকী ফিকহের মূলনীতি অনুসরণ করে)
৩. শাফেয়ী (শাফেয়ী ফিকহের মূলনীতি অনুসরণ করে)
৪. হাম্বালী (হাম্বালী ফিকহের মূলনীতি অনুসরণ করে)
৫. মুক্ততাকলীদের অনুসারী বা গায়েরে মুকাল্লিদ (নিজেদের আলিমের মত অনুসরণ করে বা নিজের বুঝ অনুসরণ করে। যেমন বাংলাদেশের আহলে হাদিস আলিমগণ যারা কোনো মাজহাবের তাকলীদ করাকে গোনাহের কাজ বলে থাকেন।)
৬. সালাফী/ তানজিহি বাইনাল মাজাহিব (মক্কা মদিনার আলেমগণের একাংশ, যারা বর্তমান যুগের সৌদির আলিমদের সম্মিলিত ফিকহের(হানাফী/মালেকী/শাফেয়ী/হাম্বালীপ[বিশেষ করে]) মূলনীতি অনুরসণ করেন। তারা ৪ মাজহাব কে হক বলে কিন্তু তারা ৪ মাজহাবের ১ মাজহাব না মেনে নিজেদের উস্তাদদের অনুসরণ করে যারা নিজেরা মুজতাহিদ(যারা কোরআন-সুন্নাহ থেকে মাসআলা-মাসায়েল বের করেন) হয়ে থাকেন। বাংলাদেশের সালাফী আলেম যেমনঃ আব্দুল্লাহ জাহাঙ্গির রহ., আবু বকর জাকারিয়া, মানজুর এলাহি, ইমাম হাসান ইত্যাদি)