এই যে চারিদিকে bip এ্যাপসে একাউন্ট খোলার হিড়িক পড়েছে, এর মূল কারণটা কী? কারণ, সোস্যাল মিডিয়া আমাদের জীবনের এমন একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে যে, আমরা চাইলেও বিকল্প ব্যবস্থা না থাকায় imo, WhatsApp এসব থেকে বের হয়ে আসতে পারছিলাম না। এই মুহূর্তে Bip এ্যাপসের সার্ভিস হয়তোবা অন্যান্য এ্যাপসের মতো সহজতর না, তবে সবাই ঐক্যবদ্ধভাবে এটাকে প্রমোট করার কারণে আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই এটার সার্ভিস কোয়ালিটি অন্যদেরকে ছাড়িয়ে যাবে।
আসলে ভালো জিনিসগুলোকে এভাবেই সবার প্রমোট করা উচিৎ। বর্তমানে অনলাইনে ম্যারেজ মিডিয়ার তো অভাব নেই। কিন্তু এমন ম্যারেজ মিডিয়ার সংখ্যা নিতান্তই কম, যেটার মাধ্যমে দ্বীনদার পাত্র-পাত্রী খুঁজে পাওয়াটা অত্যন্ত সহজতর হয়। খুব ভালো লাগার মতো কোনো ইসলামী ম্যারেজ মিডিয়া আমার নজরে পড়ে নি।
এই অভাবটা বোধহয় এবার ঘুচতে যাচ্ছে। কয়েক মাস আগে প্রিয় এক ভাই একটি ম্যারেজ ওয়েবসাইট ক্রিয়েট করার ব্যাপারে আমার সঙ্গে পরামর্শ করলেন। ওয়েবসাইটের ব্যাপারে তার আইডিয়াগুলো শুনেই আমি মুগ্ধ হয়েছিলাম। সাধ্যমত পরামর্শ দিয়ে শুরু থেকেই এই দারুণ কাজটার সঙ্গে আমার সম্পৃক্ত থাকার সৌভাগ্য হয়েছে। আমার বিশ্বাস এই ওয়েবসাইট দেখে যে কেউই মুগ্ধ হবেন। দেরি না করে এখনই ভিজিট করুন https://ordhekdeen.com/ তে।
আপনাকে সবচে বেশি মুগ্ধ করবে যে বিষয়টি তা হলো; এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই বিভাগ ভিত্তিক বায়োডাটা খুঁজে বের করতে পারবেন। আরো অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে; খুব সহজেই এখান থেকে আপনার পছন্দনুযায়ী জেলা ভিত্তিক বায়োডাটাও খুঁজে বের করতে পারবেন। বায়োডাটার যে ফর্ম সেটা দেখেও আপনি মুগ্ধ হতে বাধ্য। এক কথায় খুব উপকারী এবং দরকারী একটি ওয়েবসাইট পেয়েছি আমরা। এমন ভালো জিনিসকে প্রমোট করা শুধু উচিৎ-ই নয়, আমার কাছে জরুরীই মনে হয়।
লিখেছেন প্রিয়ভাই শাবীব তাশফী