এই যে সৌন্দর্য রক্ষার নামে একের পর এক মসজিদ ভাঙা হচ্ছে
এই যে সৌন্দর্য রক্ষার নামে একের পর এক মসজিদ ভাঙা হচ্ছে, অথচ আল্লাহর ঘর ধ্বংস অধিকার ইসলাম কাউকে দেয়নি, এ নিয়ে ইসলামি রাজনৈতিক ও অরাজনৈতিক দলগুলোর শক্ত ও কার্যকর পদক্ষেপ আশা করছি। বিশেষ করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভূমিকা আশা করছি। আমাদের নিঃস্পৃহতা ও নির্লিপ্ততা ওদেরকে ক্রমশ দুঃসাহসী করে তুলছে। এভাবে তো চলতে দেওয়া যায় না। এভাবে চলতে পারে না। বাবরি মসজিদের প্রতি আমাদের যে দরদ, প্রতিটা মসজিদের প্রতিও আমাদের একই ধরনের দরদ থাকাই তো ইমানের দাবি।