এশার নামাজের পর, তাবলীগের তালিম হয়(যদিও আমার সেখানে বসা হয় না ?)

এশার নামাজের পর, তাবলীগের তালিম হয়(যদিও আমার সেখানে বসা হয় না ?)। সেখানে মসজিদের সভাপতি(সম্ভবত) আজ বলছিলেন বুখারি, মুসলিম এসব হাদিসের কিতাব পড়ে শোনালে নাকি ভালো হতো,(আরো কিছু কথা বলেছেন যা কাদের থেকে শোনা কথা তা আমার ভাল করেই জানা আছে।) যদিও আমি প্রাথমিক পর্যায়ের কাউকে এমন উচু মানের কিতাব পড়তে দেয়া সমর্থন করি না। আপনারা সাহায্য করলে মসজিদে রিয়াজুস সালেহিন(ব্যাখ্যা সহ) ৪ খন্ডের কিতাব দেয়ার ব্যবস্থা করতে চাই। এর সাথে সালাতের একটি কিতাবও মসজিদে সাদাকায়ে জারিয়া হিসেবে দেয়ার ব্যবস্থা করতে চাই ইনশা আল্লাহ্‌। কারো ইচ্ছা থাকলে জানাতে পারেন। আর ইনশা আল্লাহ্‌ দু-এক দিনের ভিতরে একটি ৬-৭ টি বইয়ের লিস্ট দিতে চাই এবং আমি অনুরোধ করবো সবাই যেনো নিজের নিকটস্থ মসজিদে এই বইগুলো দান করেন ইনশা আল্লাহ্‌।
——————————–
রিয়াজুস সালেহীন ৪খন্ড ব্যাখ্যাসহঃ ১৭৮৮ টাকা (প্রকাশনীর ওয়েব সাইটে)
সলাতুন নবী স. (মুফতি গোলামুর রহমান) – ৩২৮ টাকা (রকমারিতে)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *