ওরা আমাদের মৌলবাদী “ধর্মব্যবসায়ী” বলে।
কথাটি আসলেই শতভাগ সত্য!!
মৌলবাদী হওয়ার পর জান্নাতের চান্স বেড়েছে, রবের সান্নিধ্য বেড়েছে, রিজিক বেড়েছে, সম্মান বেড়েছে, শান্তি বেড়েছে, অবসর সময় বেড়েছে আরও কত কি….
ব্যবসা করলে এমন ব্যবসাই করাই উচিত- মালিকের সাথে দাসের ব্যবসা, জান্নাতের ব্যবসা!
নিশ্চয় আল্লাহ মু’মিনদের কাছ থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন কারণ তাদের জন্য (বিনিময়ে) আছে জান্নাত। তারা আল্লাহর পথে যুদ্ধ করে। অতঃপর (দুশমনদের) হত্যা করে এবং (নিজেরা) নিহত হয়। এ ওয়া‘দা তাঁর উপর অবশ্যই পালনীয় যা আছে তাওরাত, ইঞ্জিল ও কুরআনে। আল্লাহর চেয়ে আর কে বেশী নিজ ওয়া‘দা পালনকারী? কাজেই তোমরা যে ক্রয় বিক্রয় সম্পন্ন করেছ তার জন্য আনন্দিত হও, আর এটাই হল মহান সফলতা। (সূরা তাওবাহ; আয়াত ১১১)